#মুম্বই: রাখী সাওয়ন্তেরও বিলাশবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে দুবাইয়ে৷ যা অত্যন্ত সুন্দর৷ নিজেই নিজের বাড়ির দরজা খুলে দেখিয়ে দিলেন সকলকে৷ বাদ গেল না বেডরুম, বাথরুমও৷ রাখীর কথায়, আমার বাড়িতে শুধু আসতে হবে, বাকি সব ব্যবস্থা রয়েছে(Virtual tour of Rakhi Sawant Dubai House)! রাখীর এই বাড়ি সাজানোর প্রশংসা করেছেন নেটিজেনরা, তবে প্রশ্ন উঠেছে যে এটি রাখীর নিজের বাড়ি নাকি এটাও কোনও নির্মাণ সংস্থার বিজ্ঞাপন!
আরও পড়ুন Actress Sandipta Sen in Love: নিজের জন্য সঙ্গী খুঁজে নিলেন সন্দীপ্তা, রইল পাত্রের ছবিরাখী সাওয়ান্তের (Rakhi Sawant) বিয়ে ভেঙেছে, নতুন প্রেমিক এসেছেন তাঁর জীবনে৷ প্রাক্তন স্বামী রিতেশ(Rakhi Sawant Ex Husband Ritesh)-কে নিয়ে অনেক অভিযোগ উঠেছিল৷ এবার রাখীর জীবনে এসেছেন ব্যবসায়ী আদিল খান দুররানি (Adil Khan Durrani)। সম্প্রতি, রাখি প্রেমিক আদিলের সঙ্গে দুবাই পৌঁছান৷ যেখানে তিনি একটি বিলাসবহুল বাড়ি (Rakhi Sawant luxury house in Dubai) কিনেছেন। এমনই দাবি করেছেন রাখী, তাঁর ভিডিওতে৷
রাখীর শেয়ার করা ভিডিওতে, তিনি ভক্তদের তাঁর বাড়ির এক ঝলক দেখাচ্ছেন। ভিডিওতে রাখী বলছেন, 'আপনি কি দুবাইতে আমার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেখতে চান? আমি ঈশ্বরের কাছে আর কিছু চাই না, কারণ আমার ইচ্ছা পূরণ হয়েছে। এই অ্যাপার্টমেন্ট কেনার পর কারও কিছু করার দরকার নেই, শুধু কাপড়ের ব্যাগ নিয়ে চলে আসুন! বাকি সব আমার বাড়িতে রয়েছে৷
সাদা এবং বাদামী রঙে তার মডিউলার কিচেন থেকে মার্জিত লিভিং রুম, সবকিছুই চমৎকার। তাঁর বসার ঘরে একটি বড় টিভি, নীল রঙের কিং সাইজের চেয়ার এবং আকাশী নীল রঙের খাট নজরে এসেছে৷ সবকটি ঘর বাথরুম, ডাইনিং এরিয়া সবকিছুই রাজকীয় ও মার্জিত ইন্টেরিয়ারের মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হয়েছে।
আরও পড়ুন 'Can’t live without u,darling'... ভানুকে নিয়ে আবার বেদনাদায়ক পোস্ট সুদীপার
রাখী জানিয়েছেন যে, প্রেমিক আদিল তাঁর নামে দুবাইতে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। রাখী আরও বলেন, আদিল তাঁকে একটি গাড়িও উপহার দিয়েছেন। এই ভিডিওটি দেখে ভক্তদের অনুমান যে এটি সেই একই অ্যাপার্টমেন্ট যা আদিল রাখীকে উপহার দিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dubai, Rakhi Sawant