Home /News /entertainment /
‘দঙ্গল’ দেখে রজনীকান্ত একী বললেন আমিরকে?

‘দঙ্গল’ দেখে রজনীকান্ত একী বললেন আমিরকে?

‘দঙ্গল’ ছবি নিয়ে বেশ উৎসাহী আমির খান ৷ তাই তো নিজেই ছবির নানা দায়িত্ব নিয়ে চলেছেন ৷ এই যেমন, ‘দঙ্গল’ ছবির তামিল ডাব করার

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: ‘দঙ্গল’ ছবি নিয়ে বেশ উৎসাহী আমির খান ৷ তাই তো নিজেই ছবির নানা দায়িত্ব নিয়ে চলেছেন ৷ এই যেমন, ‘দঙ্গল’ ছবির তামিল ডাব করার জন্য আমির অনুরোধ করেছিলেন রজনীকান্তকে ৷ কিন্তু বার বার বলার পরেও, রজনীকান্ত কিছুতেই রাজি হল না ৷

  ঘটল এমনই এক ঘটনা ৷ দক্ষিণ ভারতের থালাইভা রজনীকান্তেক দঙ্গল দেখানোর জন্য বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন আমির ৷ আর স্ক্রিনিংয়ের পরই রজনীকান্তকে আমির করলেন অনুরোধ ৷

  দঙ্গল ছবিটি তামিল ভাষাতেও মুক্তি পাওয়ার কথা ৷ আর সেই তামিলের জন্যই ছবিতে আমিরের গলায় ডাব করতে অনুরোধ করেছিলেন রজনীকান্তকে ৷ কিন্তু ছবি দেখে প্রশংসা করলেও, রজনী ভদ্র ভাষায় না করলেন আমিরকে ৷ রজনী জানিয়ে দিলেন, তিনি আমিরের হয়ে ডাব করতে পারবেন না !

  First published:

  Tags: Aamir Khan, Bollywood, Dangal, Rajnikant

  পরবর্তী খবর