#চেন্নাই: ফের প্রমাণ হল , যে দক্ষিণী ফিল্মি দুনিয়ায় তিনিই রাজা ৷ আজই গোটা দেশে মুক্তি পেয়েছে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ‘কালা’৷ আজ ভোর চারটের সময় ছিল ছবির প্রথম শো ৷ ‘থালাইভা’র এই ছবি দেখতে গতকাল দুপুর থেকেই হলগুলোর সামনে ছিল সিনেপ্রেমীদের ভিড় ৷ রুপোলি পর্দায় এই দক্ষিণী তারকাকে একবার দেখতে হলগুলিতে তিল ধারণের জায়গা পর্যন্ত ছিল না ৷
যদিও এই ছবির মুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে জলঘোলা কম হয়নি ৷ কাবেরী ইস্যুতে রজনীকান্তের মন্তব্য ঘিরে কিছুটা হতাশ কন্নড়ের সমর্থনকারী দল ৷ আর সুপ্রিম কোর্ট ‘কালা’ ছবির স্ক্রিনিং বন্ধ করা নিয়ে আপিল করেছিল ওই সংগঠনটি ৷ যদিও শীর্ষ আদালত ওই আবেদনটি খারিজ করে দেয় ৷
এরপরেই আজ ভোর চারটেয় মুক্তি পায় ‘কালা’৷ জানা গিয়েছে, তামিলনাড়ুর ৬০০টি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ৷ এর পাশাপাশি চেন্নাইয়ের ১২০ হলে দেখানো হচ্ছে রজণীকান্ত অভিনীত ‘কালা’৷ সিনেপ্রেমীরা ট্যুইটার ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে 'কালা'র জন্য যে পরিমাণ মন্তব্য ইতিমধ্যে করেছেন, সে পরিমাণ মন্তব্য এর আগে কোনও ছবির ক্ষেত্রে হয়েছে বলে জানা নেই। প্রতিটি ট্যুইটেই প্রশংসায় ভাসছে 'কালা'।#Rajni fever begins at Aurora Talkies in #Mumbai for #Kaala release! pic.twitter.com/ZlfI2vqymG
— Vinu Joseph (@rexvinu) June 6, 2018
Fans outside Carnival Imax Wadala in #Mumbai for #Kaala release! @TheQuint pic.twitter.com/Fimo8JD9Co — Vinu Joseph (@rexvinu) June 6, 2018'একসময়ের রাজা, সব সময়ের রাজা'- এটাই ছিল আসলে ভক্তদের শেষ কথা। বর্তমান সময়ে ভারতের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় তারকা রজনীকান্ত তাঁর ভক্ত-অনুরাগীদের কাছে এমনটাই। পি এ রঞ্জিত পরিচালিত 'কালা' প্রযোজনা করেছেন রজনীকান্তের মেয়ের জামাই প্রযোজক-অভিনেতা ধনুশ। ছবিটিতে আরো আছেন নানা পাটেকার, হুমা কুরেশি, অঞ্জলি পাতিল, ঈশ্বরী রাও প্রমুখ। এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kaala, Kaala release, Rajinikanth, কালা, রজনীকান্ত