Home /News /entertainment /
‘কালা’জ্বরে ভুগছে গোটা দেশ, জোরদার সেলিব্রেশন রজনী-ভক্তদের

‘কালা’জ্বরে ভুগছে গোটা দেশ, জোরদার সেলিব্রেশন রজনী-ভক্তদের

‘কালা’ছবির পোস্টার ৷ ছবি: কালামুভি’র ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

‘কালা’ছবির পোস্টার ৷ ছবি: কালামুভি’র ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সৌজন্যে ৷

 • Share this:

  #চেন্নাই: ফের প্রমাণ হল , যে দক্ষিণী ফিল্মি দুনিয়ায় তিনিই রাজা ৷ আজই গোটা দেশে মুক্তি পেয়েছে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ‘কালা’৷ আজ ভোর চারটের সময় ছিল ছবির প্রথম শো ৷ ‘থালাইভা’র এই ছবি দেখতে গতকাল দুপুর থেকেই হলগুলোর সামনে ছিল সিনেপ্রেমীদের ভিড় ৷ রুপোলি পর্দায় এই দক্ষিণী তারকাকে একবার দেখতে হলগুলিতে তিল ধারণের জায়গা পর্যন্ত ছিল না ৷

  যদিও এই ছবির মুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে জলঘোলা কম হয়নি ৷ কাবেরী ইস্যুতে রজনীকান্তের মন্তব্য ঘিরে কিছুটা হতাশ কন্নড়ের সমর্থনকারী দল ৷ আর সুপ্রিম কোর্ট ‘কালা’ ছবির স্ক্রিনিং বন্ধ করা নিয়ে আপিল করেছিল ওই সংগঠনটি ৷ যদিও শীর্ষ আদালত ওই আবেদনটি খারিজ করে দেয় ৷

  এরপরেই আজ ভোর চারটেয় মুক্তি পায় ‘কালা’৷ জানা গিয়েছে, তামিলনাড়ুর ৬০০টি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ৷ এর পাশাপাশি চেন্নাইয়ের ১২০ হলে দেখানো হচ্ছে রজণীকান্ত অভিনীত ‘কালা’৷ সিনেপ্রেমীরা ট্যুইটার ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে 'কালা'র জন্য যে পরিমাণ মন্তব্য ইতিমধ্যে করেছেন, সে পরিমাণ মন্তব্য এর আগে কোনও ছবির ক্ষেত্রে হয়েছে বলে জানা নেই। প্রতিটি ট্যুইটেই প্রশংসায় ভাসছে 'কালা'।   'একসময়ের রাজা, সব সময়ের রাজা'- এটাই ছিল আসলে ভক্তদের শেষ কথা। বর্তমান সময়ে ভারতের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় তারকা রজনীকান্ত তাঁর ভক্ত-অনুরাগীদের কাছে এমনটাই। পি এ রঞ্জিত পরিচালিত 'কালা' প্রযোজনা করেছেন রজনীকান্তের মেয়ের জামাই প্রযোজক-অভিনেতা ধনুশ। ছবিটিতে আরো আছেন নানা পাটেকার, হুমা কুরেশি, অঞ্জলি পাতিল, ঈশ্বরী রাও প্রমুখ। এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে ৷
  First published:

  Tags: Kaala, Kaala release, Rajinikanth, কালা, রজনীকান্ত

  পরবর্তী খবর