মুম্বই : পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল রাজ কুন্দ্রা (Raj Kundra) এবং তাঁর ব্যবসায়িক সহযোগী রায়ান থোড়পের ৷ শুক্রবার এই নির্দেশ দিল মুম্বইয়ের আদালত ৷ ২৭ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল শিল্পার স্বামীর ৷
তদন্তে পুলিশ জানতে পেরেছে কুন্দ্রার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে অনলাইন বেটিংয়েও জড়িত ছিলেন তিনি ৷ তদন্তকারীদের সন্দেহ, পর্ন ছবি থেকে উপার্জিত অর্থ কুন্দ্রা ব্যয় করতেন বেটিং চক্রে ৷ পাশাপাশি কুন্দ্রার ল্যাপটপও আটক করেছে পুলিশ ৷ সেখান থেকে উদ্ধার করা প্রয়োজনীয় তথ্য তদন্তের কাজে লাগবে বলে জানানো হয়েছে ৷ এখন পর্যন্ত ৪৮ টিবি ডেটা উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ ল্যাপটপের পাশাপাশি কুন্দ্রার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন নথি ও লেনদেন খতিয়ে দেখছে পুলিশ ৷
পর্ন ছবি তৈরির অভিযোগে গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন ছবি তৈরির পর সেগুলি বিশেষ অ্যাপের মাধ্যমে তিনি ছড়িয়ে দিতেন ৷ প্রসঙ্গত রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর অন্যতম ডিরেক্টর শিল্পা নিজে ৷ এ ছাড়াও পুলিশের নজরে আছে ইংল্যান্ডের সংস্থা কেনরিন ৷ আলোচিত হটশটস অ্যাপের খাতায়কলমে মালিক এই কেনরিন-ই ৷ পুলিশের দাবি, এই অ্যাপের মাধ্যমেই কুন্দ্রার তৈরি পর্নছবি গুলি ছড়িয়ে পড়ত স্মার্ট ফোনের দুনিয়ায় ৷
রাজের বিরুদ্ধে ২০১৯-এই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে ৷ তাঁর অভিযোগ, এই হটশটস অ্যাপের অফার-সহ তাঁর কাছে এসেছিলেন রাজ কুন্দ্রা ৷ কিন্তু তিনি তাঁকে প্রত্যাখ্যান করার পরই রাজ আপত্তিজনক বার্তার সঙ্গে পুনমের নাম্বার প্রকাশ করে দেন বলে অভিযোগ অভিনেত্রীর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Kundra