কলকাতা : হাসপাতালে ভর্তি হলেন পরিচালক প্রযোজক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। সূত্র থেকে জানা গিয়েছে সোমবার সামান্য অস্বস্তি বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুটিন মেডিক্যাল চেক আপ করা হয়েছে।
এমনিতে সার্বিক ভাবে তাঁর রিপোর্ট ঠিক থাকলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হয়েছে। ডাক্তাররা তাঁর আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। যদি সব রিপোর্ট ঠিক থাকে, তাহলে মঙ্গলবার রাজকে হাসপাতাল থেকে ছাড়া হবে।
আরও পড়ুন : অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী Ileana D'Cruz, গর্ভস্থ সন্তানের বাবা কে, জানতে চায় নেটদুনিয়া
রাজনীতিক পরিচালক রাজ ব্যস্ত সূচি কাটাচ্ছেন। তাঁর প্রথম ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায়। কিছু দিন আগে ‘আবার প্রলয়’-এর কাজ শেষ করেছেন তিনি। এছাড়া রাজের রাজনৈতিক ব্যস্ততাও চরমে। তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে সাম্প্রতিক অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। এছাড়া ডান্স বাংলা ডান্স-এর দ্বাদশ মরশুমে তিনি রয়েছেন বিচারকের আসনেও।
রাজের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগী ও ভক্তরা। প্রসঙ্গত টালিগঞ্জের আর এক অভিনেত্রী মধুমিতা সরকারও হাসপাতালে ভর্তি। তাঁর অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর অসুস্থতার খবর নিজেই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Chakraborty