• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • শাহরুখ-মাহিরার উষ্ণতা, মরুভূমিতে কিং খানের প্রেম !

শাহরুখ-মাহিরার উষ্ণতা, মরুভূমিতে কিং খানের প্রেম !

কে বলবে, তাঁর ৫১ বছর বয়স হয়েছে ? কে বলবে, এখনও প্রেম ফুরোয়নি শাহরুখের সেই নজরে ৷ তাই তো পাকিস্তানের মাহিরাও তপ্ত

কে বলবে, তাঁর ৫১ বছর বয়স হয়েছে ? কে বলবে, এখনও প্রেম ফুরোয়নি শাহরুখের সেই নজরে ৷ তাই তো পাকিস্তানের মাহিরাও তপ্ত

কে বলবে, তাঁর ৫১ বছর বয়স হয়েছে ? কে বলবে, এখনও প্রেম ফুরোয়নি শাহরুখের সেই নজরে ৷ তাই তো পাকিস্তানের মাহিরাও তপ্ত

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: কে বলবে, তাঁর ৫১ বছর বয়স হয়েছে ? কে বলবে, এখনও প্রেম ফুরোয়নি শাহরুখের সেই নজরে ৷ তাই তো পাকিস্তানের মাহিরাও তপ্ত মরুভূমিতে উষ্ণতার আঁচ খুঁজতে পৌঁছে গিয়েছেন সেই শাহরুখের বুকেই ! আর শাহরুখ ? তিনি তো রোম্যান্স কিং !

  প্রকাশ্যে এসেছে শাহরুখের রইস ছবির নতুন গান ‘জালিমা’ ! আর এই গানেই শাহরুখ একেবারে প্রেমে মত্ত সুন্দরী মাহিরার ! কালো পোশাকে, চোখে সানগ্লাস ৷ সামনে পাকিস্তানি সুন্দরী মাহিরা ৷ সব মিলিয়ে এই গানের ভিডিও ইন্টারনেটে পরতেই লাইকের পর লাইক৷

  কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রইস ছবির ট্রেলার ৷ সঙ্গে সানি লিয়নের লায়লা ম্যায় লায়লা ৷ ট্রেলার ও সানির আইটেম নিয়ে সিনেমা মহলে তুমুল উত্তেজনা শাহরুখের ছবি রইস নিয়ে ৷ ফিল্ম সমীক্ষকরা বলছেন, হয়তো ২০১৭-এর সেরা ছবি হতে চলেছে শাহরুখের এই রইস !

  First published: