Raees movie review: শাহরুখ আর তাঁর সুপারহিট ফর্মূলা

বলিউডে প্রত্যেক নায়কেরই একটা সাধারণ ফর্মূলা থেকে ৷ যা কিনা সেই নায়কের ছবি হিট করার পিছনে তুরুপের তাস ৷ অনেক সময়

Akash Misra | News18 Bangla
Updated:Jan 25, 2017 02:47 PM IST
Raees movie review: শাহরুখ আর তাঁর সুপারহিট ফর্মূলা
Akash Misra | News18 Bangla
Updated:Jan 25, 2017 02:47 PM IST

#কলকাতা: বলিউডে প্রত্যেক নায়কেরই একটা সাধারণ ফর্মূলা থাকে , যা কিনা সেই নায়কের ছবি হিট করার পিছনে তুরুপের তাস ৷ অনেক সময় দেখা গিয়েছে, ফর্মূলা থেকে বেরিয়ে হিরোরা অন্য ধরণের ছবিতে অভিনয় করার চেষ্টা করেছেন ৷ কিন্তু বেশিরভাগ সময়ই তা সমালোচকের বাহবাতেই শেষ ৷ বক্স অফিসে একটুও জায়গা করতে পারেনি ৷ দেখা গিয়েছে, বক্স অফিস সাফল্য না থাকলে, বলিউড মাঠে একটি নায়ক বেশিদিন টিকে থাকতে পারে না ৷ শাহরুখ খান এমন একজন বলিউডি নায়ক, যিনি ট্রাই করেছেন তো সবই ৷ কিন্তু বক্স অফিস সাফল্যকেই বেশিমাত্রায় পছন্দ করেন তিনি৷

শাহরুখের সদ্য মুক্তি প্রাপ্ত ‘রইস’ ছবিও শাহরুখের এই ফর্মূলার ছবি ৷ যেখানে একটাই উদ্দেশ্য, বক্স অফিসকে কীভাবে নিজের হাতের মুঠোয় করতে হয় ৷ সহজ কথায় বলতে গেলে ‘রইস’ ছবি একেবারেই শাহরুখ অ্যান্ড কোম্পানি ৷

রইস ছবির প্রেক্ষাপট ‘গুজরাট’ ৷ সালটা ১৯৭০ থেকে ১৯৮০ ৷ গোটা দশ বছরের সময়কে, ছবিতে আড়াই ঘণ্টার মধ্যে বেঁধে ফেলেছেন পরিচালক রাহুল ঢোলাকিয়া ৷ আর এই বেঁধে ফেলাই রইস ছবির সাফল্যের আসল চাবিকাঠি ৷

শাহরুখের ‘রইস’ একেবারে ফ্রেম টু ফ্রেম মাপা ৷ আর এই মাপ একেবারে শাহরুখের হাতে ৷ ছবির পরিচালক রাহুল তো রয়েছেন, তবে ছবির গল্প একেবারেই এগিয়েছে শাহরুখের আঙুলের ইশারায়৷

ছবির গল্প এক মদ ব্যবসায়ীর গুণ্ডা হয়ে ওঠার গল্প ৷ যে গুণ্ডা একেবারেই রবিনহুড ! আর এই রবিনহুড চরিত্রে শাহরুখের থেকে সেরা আর যে কেউ বলিউডে আপাতত নেই, তা ছবির প্রত্যেকটি ফ্রেমে প্রমাণ করলেন শাহরুখ ৷ এই ছবির বেশিরভাগ জায়গা জুড়ে শাহরুখ থাকলেও, ছবির গল্পকে শাহরুখ ছাপিয়ে গেলেও, এই ছবির শক্তপোক্ত জায়গা কিন্তু মোটেই শাহরুখ নয় ৷ বরং রইস ছবিতে শাহরুখ যদি ম্যাজিক তৈরি করতে সমর্থ হন, তাহলে, সেই ম্যাজিক ভেঙে দেওয়ার দায়িত্ব একাই নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন নওজায়উদ্দিন সিদ্দিকি ৷ আর সেই শাহরুখ ম্যাজিককে নওয়াজ ভেঙেছিলেন, কখনও শাহরুখের বিপরীতে দাঁড়িয়েস কখনও চোখে চোখ রেখে ৷

Loading...

রইস ছবিতে নওয়াজ রয়েছেন পুলিশ অফিসারের চরিত্রে ৷ যার ধ্যান, জ্ঞান, মন হল শাহরুখকে হাতেনাতে ধরা ৷ আর এই মাইন্ড চেজিংই এই ছবি থেকে পাওয়া সেরা মুহূর্ত !

রইস ছবির আরেকটি শক্তপোক্ত জায়গা হল ছবির সংলাপ ৷ বহুদিন পর একেবারে একশো শতাংশ বিনোদন ভরা সংলাপ শুনতে পাওয়া গেল রইস ৷ যা কিনা ‘শোলে’ ছবির সঙ্গে তুলনীয় ৷ আর শাহরুখের মুখে এই সংলাপ মানেই তো সিনেমা হলে ‘সিটি’ !

বলা ভালো রইসের হাত ধরে বহুদিন পরে দর্শক বলিউডি মশালা জ্যঁ-র ছবি দেখতে পেল ৷ কারণ, বেশ কিছুদিন ধরে বলিউড নিজের ট্রেন্ড বদলে দিয়ে একটু অন্যরকম ছবি তৈরির দিকে মন দিয়েছিল ৷ কিন্তু রইস পুরনো মশালা ছবির স্মৃতিকে একেবারে উসকে দিল, একেবারে শাহরুখের কায়দায় ৷

ছবিতে নায়িকা মাহিরা শুধুই আছেন৷ আইটেম নাচে সানি তথৈ বচ ৷ রইস ছবি শুধু মন ভরে দেখার শাহরুখের আদবকায়দা ৷ সঙ্গে নওয়াজের সঙ্গে শাহরুখের অভিনয়ের টক্কর ৷

First published: 02:46:00 PM Jan 25, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर