বিনোদন

corona virus btn
corona virus btn
Loading

লন্ডনে হাড়ভাঙ্গা খাটুনি খাটছেন রাধিকা আপ্তে, কারণটা কী জানেন?

লন্ডনে হাড়ভাঙ্গা খাটুনি খাটছেন রাধিকা আপ্তে, কারণটা কী জানেন?

সেই 'অন্তহীন' নায়িকা। বাঙালি না হয়েও বাংলা ছবির দুনিয়াতেই ডানা মেলা।

  • Share this:

শর্মিলা মাইতি #মুম্বই: সেই 'অন্তহীন' নায়িকা। বাঙালি না হয়েও বাংলা ছবির দুনিয়াতেই ডানা মেলা। এক মিষ্টি, টানা টানা চোখের নায়িকার প্রেমে পড়েননি এমন বাঙালি পুরুষ হাতে গোনা যাবে। ঠিক যেভাবে বিদ্যা বালান জয় করে নিয়েছিলেন বাঙালি হৃদয়, রাধিকাও 'রূপকথা নয়' ছবির পরে হয়ে উঠেছিলেন 'গ্লোবাল' বাঙালি নায়িকা। পদবী দিয়ে আলাদা করে যাঁকে বাঙালি হিসেবে চিহ্নিত হতে হয়নি। বলিউডে পরের পর ছবি করলেও রাধিকা এখনও 'বেশ বাঙালি' ! এই লকডাউন শুরু থেকে লন্ডনেই ছিলেন রাধিকা। কিন্তু ফুল অন ওয়র্ক মোডে। প্যানডেমিকের শুরুর দিকে তাঁর মনে হয়েছিল, অনেকদিন বিশ্রাম হয়নি। সাময়িক কর্মবিরতি নিয়ে আবার দ্বিগুণ উৎসাহে শুরু করবেন এমনটাই প্ল্যান ছিল তাঁর। কিন্তু কার্যক্ষেত্রে করোনা ভাইরাসই শেষ কথা বলল, তা তো সবার জানা। দিনেরপর দিন বাড়িতে বসে থাকার পাত্র নন রাধিকা।

আনলকডাউন পর্বে ধীরে ধীরে কাজকর্ম শুরু হয়েছে বলিউড অর্থাৎ মুম্বইয়ে। নিউ নর্মালকে আপন করে নিচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। ওদিকে জোরকদমে রাধিকা লন্ডনেই শুরু করেছেন শুটিং। "আসলে এই সময়টাকে ব্যবহার করতে চাইছিলাম এমনভাবে যাতে সৃজনশীলতার সঙ্গে প্রোডাকটিভিটিও থাকে। যখন ছবিতে অভিনয় করি, তখন চিন্তাভাবনাগুলো চিত্রনাট্য েকন্দ্রিক হতে থাকে। চাইছিলাম এমন একটা কিছু করতে যেখানে নিজের মাথা খাটাতে পারব।" জানিয়েছিলেন রাধিকা। তাই লকডাউন বাড়ছে দেখে একদিনও বসে থাকেননি রাধিকা। শুরু করেছিলেন অনেকগুলো ম্যাগাজিন কভার শুট করে। তার পর শুরু করলেন প্রোডিউসর দের সঙ্গে নিজের প্রজেক্ট নিয়ে আলোচনা করতে। নিজের বাড়তি সময়ে তিনি স্ক্রিপ্ট লিখতে শুরু করেন। অবসর বলে শব্দটাকে ডিকশনারি থেকে উড়িয়ে দিলেন। এতদিন নানা কাজের ভিড়ে যা যা করা হয়ে ওঠেনি, সেটাই করতে শুরু করলেন তিনি। লন্ডনে থাকা সত্ত্বেও ভার্চুয়াল মিডিয়ামে নিজের কাজ অক্ষুণ্ণ রাখছেন তিনি। আটকে পড়েছেন বলে কোনও কমিটমেন্ট ফেল করেননি। এই প্রথম বার ম্যাগাজিন ও ব্র্যান্ড শুটে নিজের লুক নিজে ঠিক করলেন রাধিকা। এমনকি হেয়ারস্টাইল, মেক-আপ কেমন হবে, সে ব্যাপারেও ক্লায়েন্টের থেকে পূর্ণ স্বাধীনতা পেয়েছিলেন। পুরোটাই নিজের মনের মতো করে সেজেছিলেন তিনি। যাঁরা রাধিকার ডেবিউ শর্ট ফিল্ম এখনই দেখে ফেলেছেন তাঁরা নিশ্চয়ই পরিচয় পেয়েছেন পরিচালক  রাধিকার। লন্ডনে থেকে রাধিকা প্রস্তুতি নিচ্ছেন ফিচার ফিল্ম পরিচালনার। এখনও ভেঙে বলতে চান না কাউকেই। "যথাসময়ে জানতে পারবেন, "জানিয়েছেন রাধিকা, "আগে প্রিপারেশনটা হোক, তার পর প্রচার। আমার কাছে প্রচারটা অনেক পরে আসে," জানালেন রাধিকা।

Published by: Akash Misra
First published: September 17, 2020, 5:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर