corona virus btn
corona virus btn
Loading

প্রেমের জন্য বার বার জন্ম নিয়েছেন সুশান্ত ও কৃতি !

প্রেমের জন্য বার বার জন্ম নিয়েছেন সুশান্ত ও কৃতি !

এক থা রাজা এক থি রানি, দোনো মর গয়ে, কিন্তু কাহানি এখানেই শেষ নয়।

  • Share this:

#মুম্বই: এক থা রাজা এক থি রানি, দোনো মর গয়ে, কিন্তু কাহানি এখানেই শেষ নয়। বরং এখান থেকেই শুরু, পরিচালক দিনেশ ভিজানের আগামী ছবি ‘রাবতা’। ছবিতে রয়েছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন। প্রথম ট্রেলার থেকে এটুকু স্পষ্ট যে ছবি জন্মান্তরের গল্প।

আর জন্মান্তরে ফিরে আসা মানেই গল্পের মূল ফ্লেভার প্রেমের। তবে দিনেশের পরিচালনায় ছবিটি কী মাত্রা পাবে সেটা জানা যাবে, ৯ই জুন। আপাতত দেখুন ছবির প্রথম ট্রেলার।

সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যাননকে নিয়েই ৷ বহুদিন ধরেই বলিউডের গুঞ্জনে ছিল কৃতি আর সুশান্ত নাকি প্রেম করছেন ৷ এমনকী, খবর উড়েছিল কৃতির জন্যই নাকি সুশান্ত ছাড়ছেন নিজের বউকে ৷ তবে ব্যাপারটি নিয়ে তেমন কিছু বলতে চাননি সুশান্ত ও কৃতি ৷

আপাতত, দু’জনেই ব্যস্ত ছিলেন নতুন ছবি ‘রাবতা’র শ্যুটিংয়ে ৷ আর এই শ্যুটিং ফ্লোরেই নাকি প্রেম আরও জমে উঠেছিল ৷ খবর অনুযায়ী, কৃতি আর সুশান্ত নাকি একেবারে প্রেমে হাবুডুবু ৷ শ্যুটিংয়ের পরে নাকি আড্ডা মারতে দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যাননকে ৷

তবে প্রথমে গোপনে গোপনে প্রেম চালালেও, ইদানিং কৃতি ও সুশান্ত দু’জনেই বিন্দাস ! তাই তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিন্দাস ছবি দিচ্ছেন দু’জনেই কখনও অন্তরঙ্গ পোজে, তো কখনও রসিকতা করে ৷ এমনকী, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁদের প্রেম নিয়ে কেউ কিছু মন্তব্য করলে, রীতিমতো জবাব দিচ্ছেন সুশান্ত ও কৃতি ৷

কৃতির ঝুলিতে আপাতত দুটিই ছবি ‘হিরোপন্থি’ ও ‘দিলওয়ালে’ ৷ দুটি ছবিই বক্স অফিসে একেবারে ফ্লপ৷ অন্যদিকে নিজের অভিনয় দিয়ে আলাদা নজর কেড়েছেন সুশান্ত সিং রাজপুত৷ তাই অনেকের মত, সুশান্ত সিং রাজপুতের জনপ্রিয়তাকেই নাকি ক্যাশ করতে চলেছেন কৃতি ৷ আর এই জন্যই এই প্রেমের গল্পের নায়িকা হয়েছেন কৃতি শ্যানন ৷

First published: April 17, 2017, 2:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर