'' যোনি দিয়ে কারও পবিত্রতা বিচার করা যায় না !'' শবরীমালা বিতর্কে বিস্ফোরক অভিনেত্রী

  • Last Updated :
  • Share this:

    #কেরল:  কেরলের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে যখন বিতর্ক জারি, সেই সময় মলয়ালম ছবির জনপ্রিয় অভিনেত্রী পার্বতীর সোচ্চার মন্তব্য রীতিমতো ঝড় তুলল! তাঁর দৃঢ় মত, নারীর অস্তিত্ব কখনও শরীরসর্বস্ব হতে পারে না। কে পবিত্র, কে অপবিত্র তার বিচার হতে পারে না যোনি দিয়ে। কে কুমারী আর কে নন, তা দিয়ে নারীর সতীত্ব বিচার করার অধিকার নেই কারও। শবরীমালা বিতর্কের জন্যও সেই সঙ্কীর্ণ মানসিকতাই দায়ী!

    একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ সমর্থন করে বলেন, আজন্ম শুনে আসছেন ঋতুমতী নারী অপবিত্র। যবে থেকে বুঝতে শিখেছেন, বিষয়টির বিরুদ্ধাচারণ করেছেন। কখনও কাউকে পরোয়া করেননি। যখনই মন চেয়েছে মন্দিরে গিয়েছেন।

    Parvathy Menon Parvathy Menon

    তাঁর ভাষায়, ‘‘কাগজে প্রকাশিত খবর আর বাস্তবের মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে! মানুষের মানসিকতার পরিবর্তন একেবারেই হয়নি। আজও লিঙ্গের ভিত্তিতেই পরিচয় গড়ে ওঠে। এমনকী খোদ মহিলারাই এই ধারনা থেকে বেরিয়ে আসতে পারেননি।''

    পার্বতী আরও জানান, '' ১৭ বছর বয়সে বিনোদন জগতে পা রাখার পর লিঙ্গ বৈষম্যর বিষয়টা আরও স্পষ্ট করে বুঝতে পারি। কথা বলার সময় পুরুষ সহকর্মীদের নজর আটকে থাকত আমার শরীরে। বুঝিয়ে দিত, যে তারা আর একজন মানুষের সঙ্গে কথা বলছে না। কথা বলছেন একজন মহিলার সঙ্গে। অনেকেই তাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। পুরুষদের মর্জির উপরই যেন আমাদের ব্যক্তি স্বাধীনতা সীমাবদ্ধ!’’

    First published:

    Tags: Kerala Protest, Parvaty, Sabarimala row, Supreme Court Verdict