#মুম্বই: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা পূরব কোহলি ও তাঁর পরিবারের লোকজন৷ এ কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা ৷ তবে এবার খুশির খবর হল, করোনা থেকে আপাতত মুক্তি পেয়েছেন পূরব কোহলি ও তাঁর পরিবার ৷
সম্প্রতি অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘ভগবানের আর্শিবাদে এখন আমরা সুস্থ ৷ আমাদের চিকিৎসক বলেছেন আমি ও আমার পরিবারের সবাই এখন সুস্থ ৷ ’
সঙ্গে অভিনেতা পূরব সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, ‘করোনা মোকাবিলার একটাই দাওয়াই ৷ আর তা হল সোশ্যাল ডিসেটেন্স ৷ খুব প্রয়োজন না হলে ঘর থেকে বরে হবেন না প্লিজ ৷ আমরাও কিন্তু এভাবেই সুস্থ হয়েছি ৷ নিজেরা সুস্থ হয়েছি ও সমাজকে সুস্থ রেখেছি ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, COVID-19