• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ক্ষমতায় এসেই ভোলবদল, ‘তুফান সিং’কে নিষিদ্ধ করলেন সেন্সর বোর্ডের নতুন চেয়ারম্যান প্রসূন যোশী !

ক্ষমতায় এসেই ভোলবদল, ‘তুফান সিং’কে নিষিদ্ধ করলেন সেন্সর বোর্ডের নতুন চেয়ারম্যান প্রসূন যোশী !

কথায় আছে যে আসে লঙ্কায়, সেই হয় রাবণ ! এই পুরনো প্রবাদকেই যেন ফের প্রমাণ করে ছাড়লেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের নতুন চেয়্যারম্যান প্রসূন যোশী ৷

কথায় আছে যে আসে লঙ্কায়, সেই হয় রাবণ ! এই পুরনো প্রবাদকেই যেন ফের প্রমাণ করে ছাড়লেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের নতুন চেয়্যারম্যান প্রসূন যোশী ৷

কথায় আছে যে আসে লঙ্কায়, সেই হয় রাবণ ! এই পুরনো প্রবাদকেই যেন ফের প্রমাণ করে ছাড়লেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের নতুন চেয়্যারম্যান প্রসূন যোশী ৷

 • Share this:

  #মুম্বই: কথায় আছে যে আসে লঙ্কায়, সেই হয় রাবণ ! এই পুরনো প্রবাদকেই যেন ফের প্রমাণ করে ছাড়লেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের নতুন চেয়্যারম্যান প্রসূন যোশী ৷ দায়িত্বে এসেই পঞ্জাবি ছবি ‘তুফান সিং’-এর প্রর্দশনে নিষেধাজ্ঞা জারি করলেন প্রসূন যোশী ৷ ‘অতিরিক্ত হিংসা’-র কারণেই এই ছবিকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে সেন্সর বোর্ডের তরফ থেকে ৷

  ডিএনএ প্রকাশিত খবর অনুযায়ী, সেন্সর বোর্ডে তরফ থেকে জানানো হয়েছে, ছবিটির গল্প ভুল বার্তা দেবে দর্শককে ৷ সেন্সর বোর্ডের কথা অনুযায়ী, ছবির মূল চরিত্র তৈরি হয়েছে ভগত সিংয়ের অনুকরণে৷ ‘তুফান সিং’-এর গল্পে দেখানো হয়েছে রাজনৈতিক দুর্নীতিকে হঠাতে ছবির নায়ক সাহায্য নিচ্ছে উগ্রপন্থার !

  First published: