কলকাতা: 'ময়ুরাক্ষী', 'রবিবার'-এর মতো ছবিতে তাঁদের যুগলবন্দি উপহার পেয়েছে দর্শক। আরও একবার ফিরছে সেই পরিচালক-অভিনেতা জুটি। অতনু ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরও একটি ছবিতে একসঙ্গে কাজ। নাম 'শেষ পাতা'।
এই ছবিতে লেখকের ভূমিকায় ধরা দেবেন প্রসেনজিৎ। চরিত্রের নাম বাল্মিকী। নামজাদা সেই লেখকের স্ত্রীকে খুন করা হয় ৩০ বছর আগে। সেই ঘটনাটি নিয়ে তাকে একটি বই লিখতে অনুরোধ করে এক প্রযোজনা সংস্থা। তার জন্য আগাম ৪০ হাজার টাকাও দেওয়াও হয় তাঁকে। কিন্তু তাল কাটে এর পরেই। স্ত্রীকে নিয়ে সেই বই লিখে উঠে পারে না বাল্মিকী।
লেখকের থেকে সেই অগ্রিম টাকা আদায়ের জন্য শৌনক নামে এক এজেন্ট নিযুক্ত করে সেই প্রকাশনা সংস্থা। টাকা আদায়কারী সেই এজেন্টের চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়। বাল্মিকী তার পরিস্থিতির কথা সেই এজেন্টকে জানায়। শারীরিক অসুস্থার কারণেই যে বইটি লিখে উঠতে পারেনি, তা-ও বলে। এর পরেই ছবিতে গার্গী রায়চৌধুরীর আগমন। তাঁর চরিত্রের নাম তার চরিত্রের নাম মেধা। বাল্মিকীর সহকারীর ভূমিকায় অভিনয় করবেন গার্গী। লেখক তাঁর গল্প বলে যাবে, সাদা পাতায় লেখার দায়িত্ব থাকবে মেধার কাঁধে।
আরও পড়ুন: দেখা হলে আমি আমার মেয়েকে জড়িয়ে ধরব, প্রেরণা প্রসঙ্গে অকপট প্রসেনজিৎ
আরও পড়ুন: বছরের প্রথম দিনে প্রসেনজিতের পরিবারে নতুন সদস্য! খুদেকে ভালবাসায় ভরালেন নায়ক
এই গল্প লেখার মাঝেই ঘুরে যাবে গল্পের মোড়। নিজেদের উদ্দেশ্য পূরণের চেষ্টায় কোন পথে হাঁটবে তিন চরিত্র? বাল্মিকীর গল্পের শেষ পাতাতেই বা থাকবে কোন চমক? এ রকম অজস্র প্রশ্নের উত্তর দেবে অতনুর 'শেষ পাতা'।
ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "বলা হয়, ঋণ শোধ করতে পারলেই তুমি মুক্ত। সেই ঋণ এবং সেটি শোধের পর যে মুক্তির স্বাদ মেলে, তা-ই আমার ছবির অন্যতম প্রধান স্তম্ভ।" চলতি বছরের পয়লা বৈশাখে মুক্তি পাবে ছবিটি!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Prosenjit Chatterjee