কলকাতা: বিগত বেশ কিছুদিন ধরেই 'শিবপুর' ছবির মুক্তিকে কেন্দ্র করে নানা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ নিয়ে ইম্পার দ্বারস্থ নির্মাতারা। অবশেষে সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রযোজকরা বললেন, "আমরা চাই ফিল্মটা সুষ্ঠুভাবে রিলিজ হোক।"
মুক্তির দিনক্ষণ মোটামুটি ঠিক হয়ে গেল সবটাই ভেস্তে যায়। এখন ছবি মুক্তি নিয়ে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে। তবে প্রযোজকরা চাইছেন কষ্ট করে তৈরি করা 'শিবপুর' মুক্তির আলো দেখুক।
প্রযোজক অজন্তা সিনহা রায় সোমবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন। সম্প্রতি 'শিবপুর' ছবিটি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, "ছবির তিন প্রযোজকের একজনের বিতর্কিত ব্যবহার নিয়ে কথা উঠেছে। যেখানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট এক অভিনেত্রীর নাম জড়ানো হয়েছে। দুই পক্ষকে বসিয়ে একযোগে ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার্সের মধ্যস্থতায় একটি সমাধান সূত্র তৈরি হয়েছে।"
আরও পড়ুন-অনামিকায় জ্বলজ্বল করছে আংটি! তবে কি গোপনে রাঘবের সঙ্গে বাগদান সেরে ফেললেন পরিণীতি
পাশাপাশি এই ছবিকে কেন্দ্র করে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানান প্রযোজক অজন্তা সিনহা রায়। মূলত পরিচালক অরিন্দমের উপর বিশ্বাস করেই অজন্তা এবং তাঁর স্বামী বাংলায় ফিল্মে লগ্নি করতে মনস্থ করেন। এ ছাড়াও আমেরিকার এক প্রবাসী বাঙালিও প্রযোজনার সঙ্গে যুক্ত। মূলত তাঁর সঙ্গেই নায়িকার সঙ্ঘাত চরমে পৌঁছয়।
জানা যায়, অত্যন্ত অপ্রাসঙ্গিক ভাবে বেশ কিছু বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয়। এ নিয়ে আইনের পথে হাঁটতে হয় প্রযোজককে। আপত্তিকর নানা মন্তব্যে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী। EIMPA এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পক্ষকে নিয়ে একটি সমাধান সূত্র তৈরি করে। ছবিটির ডাবিং শেষ। মুক্তি আসন্ন। সেই অভিনেত্রী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়. মমতা শঙ্কর, রজতাভ দত্ত প্রমুখ।
প্রযোজকের প্রার্থনা সুষ্ঠু ভাবে মুক্তি পাক 'শিবপুর '। ইন্দো-আমেরিকান কোলাবারেশনে তৈরি হয়েছে এই ছবি। এ বার আদৌ মুক্তির আলো দেখে কিনা এখন সেটাই দেখার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Film, Tollywood