Home /News /entertainment /
সলমন, অমিতাভ, শ্রদ্ধা, জানেন সোশ্যাল মিডিয়ায় থেকে এদের ইনকাম কত ?

সলমন, অমিতাভ, শ্রদ্ধা, জানেন সোশ্যাল মিডিয়ায় থেকে এদের ইনকাম কত ?

একটা সময় ছিল যখন কোনও তারকার ছবি মুক্তি পেলে তাঁর ভাগ্য নির্ধারিত হত।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: একটা সময় ছিল যখন কোনও তারকার ছবি মুক্তি পেলে তাঁর ভাগ্য নির্ধারিত হত। সেই ছবির হিট বা ফ্লপ হওয়ার উপরে নির্ভর করত তারকার ভবিষ্যৎ। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সে সব আমূল পাল্টে গিয়েছে। কার ক'টা হিট বা ফ্লপ নয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্থাৎ ট্যুইটার আর ইন্সটাগ্রামে কার কতজন অনুগামী তার উপরে এখন অনেক কিছু নির্ভর করে।অমিতাভ বচ্চনএই বয়সেও বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত সক্রিয়। তাঁর নিজস্ব ট্যুইটার অ্যাকাউন্টের হ্যান্ডল @SrBachchan সব চেয়ে বেশি মানুষ অনুসরণ করেন। ট্যুইটারে বিগ বি’র ভক্তের সংখ্যা ৪৪.৮ লক্ষ! নিজের পারফরম্যান্স হোক বা মজাদার বুদ্ধিদীপ্ত ট্যুইট, বিগ বি এখনও বলিউডের শাহেনশা।সলমন খানবিগ বি’র পরে পিছিয়ে নেই ভাইজান সলমন খানও (Salman Khan)। তাঁর অনুগামীর সংখ্যা ৪১.৮ লক্ষ। করোনাকালে (Covid 19) লকডাউনের (Lockdown) সময়ে নিজের দৈনিক রুটিনের ছবি পোস্ট করে ভক্তদের ভালোই মনোরঞ্জন করেছেন তিনি।

শাহরুখ খানট্যুইটারে ভক্ত সংখ্যার বিচারে চতুর্থ স্থানে আছেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর ভক্তের সংখ্যা হল ৪১.৪ লক্ষ। শাহরুখের ‘আস্ক এসআরকে’ অনুষ্ঠান দারুণ জনপ্রিয় হয়েছিল এবং ভক্তেরা বেশ উপভোগ করেছিলেন এই অনুষ্ঠান।অক্ষয় কুমারবলিউডের মিডাস হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। উনি হাত দিয়ে ধুলো ধরলেও সেটা সোনা হয়ে যায়। আর সেটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। অক্ষয়কুমারের ভক্তের সংখ্যা ৪০ লক্ষ। অক্ষয় মূলত নিজের ছবির কাজেই ট্যুইটারকে কাজে লাগান। অবশ্য মাঝে মাঝে নানা বিষয় নিয়ে প্রশ্নও করেন তিনি।ট্যুইটারের (Twitter) পরে এ বারে দেখে নেওয়া যাক ইন্সটাগ্রামের (Instagram) সেরা পাঁচ তারকাকে!বিরাট কোহলিবিরাট কোহলির (Virat Kohli) ভক্ত সংখ্যা এই প্ল্যাটফর্মে ৮৩.২ লক্ষ। নিজের পেশাদার জীবনের ছবি থেকে শুরু করে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্ত সবই শেয়ার করেন তিনি।প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকোয়ানটিকো সিরিজে কাজ করার পর থেকেই প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের (Priyanka Chopra Jonas) জনপ্রিয়তা তুঙ্গে। এখন যদিও তিনি বলিউডের (Bollywood) চেয়ে হলিউডে (Hollywood) বেশি কাজ করেন। তবুও তাঁর ভক্তের সংখ্যা ৫৯ লক্ষ। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজকর্ম সব কিছুই শেয়ার করেন তিনি।শ্রদ্ধা কাপুরআশ্চর্যজনক ভাবে শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) ভক্ত সংখ্যা ৫৭.২লক্ষ। শ্রদ্ধার পোস্ট করা ভিডিওই এই জনপ্রিয়তার কারণ।দীপিকা পাড়ুকোন৫২.৪ লক্ষ অনুগামী নিয়ে রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বেশিরভাগ সময়ে নিজের পেশাদার জীবনের কথাই তিনি এখানে শেয়ার করেন।আলিয়া ভট২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ করার পর থেকেই আলিয়া ভাট (Alia Bhatt) সবার প্রিয়। জনপ্রিয় ও দক্ষ অভিনেত্রীর অনুগামী সংখ্যা হল ৫০.৪ লক্ষ।

Published by:Akash Misra
First published: