• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘রাতে ফ্ল্যাটে কে এসেছিল?’ নিন্দুকদের প্রশ্নের সোজাসাপটা জবাব দিলেন প্রিয়াঙ্কা !

‘রাতে ফ্ল্যাটে কে এসেছিল?’ নিন্দুকদের প্রশ্নের সোজাসাপটা জবাব দিলেন প্রিয়াঙ্কা !

সম্প্রতি সেই গুঞ্জন, সেই আঘাতেরই কঠোর উত্তর দিলেন প্রিয়াঙ্কা ৷ বিরসা দাশগুপ্ত-র ‘ক্রিসক্রস’ ছবির প্রোমোশনের মধ্যে দিয়েই যেন নিজের গল্প বলে চললেন প্রিয়াঙ্কা ৷ ট্যুইটারে শেয়ার হল সেই ভিডিও ৷

সম্প্রতি সেই গুঞ্জন, সেই আঘাতেরই কঠোর উত্তর দিলেন প্রিয়াঙ্কা ৷ বিরসা দাশগুপ্ত-র ‘ক্রিসক্রস’ ছবির প্রোমোশনের মধ্যে দিয়েই যেন নিজের গল্প বলে চললেন প্রিয়াঙ্কা ৷ ট্যুইটারে শেয়ার হল সেই ভিডিও ৷

সম্প্রতি সেই গুঞ্জন, সেই আঘাতেরই কঠোর উত্তর দিলেন প্রিয়াঙ্কা ৷ বিরসা দাশগুপ্ত-র ‘ক্রিসক্রস’ ছবির প্রোমোশনের মধ্যে দিয়েই যেন নিজের গল্প বলে চললেন প্রিয়াঙ্কা ৷ ট্যুইটারে শেয়ার হল সেই ভিডিও ৷

 • Share this:

  #কলকাতা: বিতর্ক, বিতর্ক আর বিতর্ক ৷ প্রিয়াঙ্কা মানেই রাহুলকে টেনে নিয়ে জোর গুঞ্জন ৷ যখন রাহুলের সঙ্গে একসঙ্গে ছিলেন, তখনও ছিল বিতর্ক ৷ এখন তো প্রকাশ্যে এসে সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কা জানিয়েছেন, রাহুলের সঙ্গে তাঁর বিচ্ছেদের কথা ৷ ছেলে সহজ রয়েছেন প্রিয়াঙ্কারই সঙ্গে ৷ তবে রাহুলের সঙ্গে বিচ্ছেদের খবর নিজমুখে জানিয়েও যেন ছাড় নেই প্রিয়াঙ্কার ৷ তাঁকে নিয়ে এখনও টলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে ৷ এবার সোজা আঘাত ‘সিঙ্গল মাদার’ হওয়ার কারণেই !

  সম্প্রতি সেই গুঞ্জন, সেই আঘাতেরই কঠোর উত্তর দিলেন প্রিয়াঙ্কা ৷ বিরসা দাশগুপ্ত-র ‘ক্রিসক্রস’ ছবির প্রোমোশনের মধ্যে দিয়েই যেন নিজের গল্প বলে চললেন প্রিয়াঙ্কা ৷ ট্যুইটারে শেয়ার হল সেই ভিডিও ৷

  ট্যুইটারে শেয়ার হওয়া ভিডিওতে লোকজনের কু-মন্তব্যের সোজসাপটা জবাব দিলেন প্রিয়াঙ্কা ৷

  ভিডিওতে ঠিক কী বললেন প্রিয়াঙ্কা ?

  প্রিয়াঙ্কা জানালেন, তাঁকে নানারকম প্রশ্নের সম্মুক্ষীণ হতে হয়, অনেক সময়ই তা বেশ কু-রুচিকর ৷ যেমন, তুমি সিঙ্গল মাদার, অসুবিধা হয় না? পুরুষ ছাড়া ছেলে বড় করবে কীভাবে? কাল রাতে যে ফ্ল্যাটে লোকটি এসেছিল, সেকি আত্মীয় নাকি অন্যকেউ ? অল্প পোশাক পরে অনলাইনে ছবি দাও, ছেলের ওপর কী প্রভাব পড়ছে ?

  প্রিয়াঙ্কা আরও জানালেন, এই সব প্রশ্নে প্রথম প্রথম বিরক্ত হতেন তিনি ৷ এখন আর হন না, বরং তিনি স্পষ্ট জানালেন, ‘আমরা এইভাবেই ভালো আছি ৷ আপনাদের এই সব মন্তব্য আমরা গায়ে মাখি না !’

  First published: