corona virus btn
corona virus btn
Loading

এ কেমন রূপ ধরলেন প্রিয়াঙ্কা !

এ কেমন রূপ ধরলেন প্রিয়াঙ্কা !

তিনি যদি বলিউড ডিভা, তা নতুন করে প্রমাণ করার দরকার নেই প্রিয়াঙ্কা চোপড়ার ৷

  • Share this:

#মুম্বই: তিনি যদি বলিউড ডিভা, তা নতুন করে প্রমাণ করার দরকার নেই প্রিয়াঙ্কা চোপড়ার ৷ বলিউডে তুফান তোলার পর, হলিউডেও তিনি নিজের কেরামতি দেখিয়েছেন৷ হলিউড সিরিজ থেকে শুরু করে, সিনেমা, টক শোতে প্রিয়াঙ্কার জাদুতে আচ্ছন্ন ৷ আর নিজের এই সাফল্যের প্রত্যেকটি মুহূর্তে প্রিয়াঙ্কা শেয়ার করেন নিজের ফ্যানদের সঙ্গে ৷ তাই তো নতুন কিছু করলেই, শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷

এবার এমনই এক ঘটনা ঘটালেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ একেবারে অন্য অবতারে দেখা গেল পিগি চপসকে ৷ দেশি গার্ল রূপ ধরলেন একেবারে পাশ্চত্য নায়িকার ৷ সোনালি চুল, লাল ড্রেস, ডার্ক লিপস্টিক ৷ আদব কায়দা একেবারে অন্যরকম ৷ আর সেই রূপই এবার ইনস্টাগ্রামে শেয়ার করে তুফান তুললেন প্রিয়াঙ্কা চোপড়া ৷

ff

প্রিয়াঙ্কা চোপড়া আপাতত ব্যস্ত জিম পারসনস, ক্লেয়ার ডেনস অভিনীত ‘এ কিড লাইক জেক’। অন্যদিকে রেবেল উইলসন ও লিয়্যাম হেমসওয়ার্থের সঙ্গে ‘ইজন’ট ইট রোমান্টিক’ ছবির শ্যুটিংয়ে ৷ তবে এই ছবিটিু মোটেই কোনও সিনেমার লুক নয় ৷ এক ফ্যাশন ম্যাগাজিনের জন্যই এই রূপ ধরলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷

First published: July 25, 2017, 5:33 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर