corona virus btn
corona virus btn
Loading

শাহরুখের পর এবার দিলীপ কুমারের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা !

শাহরুখের পর এবার দিলীপ কুমারের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা !

দেশে, বিদেশে খুবই ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া ৷ কখনও মুম্বই তো, কখনও নিউইয়র্ক ৷ একের পর সিনেমা, সিরিজের অফার ৷

  • Share this:

#মুম্বই: দেশে, বিদেশে খুবই ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া ৷ কখনও মুম্বই তো, কখনও নিউইয়র্ক ৷ একের পর সিনেমা, সিরিজের অফার ৷ কিন্তু তারই মাঝে সময় বার করে ভারতে এসে প্রথম যে কাজটি করলেন বলিউডের পিগি চপস৷ তা দেখেই আপ্লুত প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যানেরা ৷

কাণ্ডটা হল, ভারতে এসে অসুস্থ দিলীপকুমারের বাড়ি গেলেন প্রিয়াঙ্কা ৷ সময় কাটালেন সায়রাবানু ও দিলীপ কুমারের সঙ্গে ৷ আড্ডাও মারলেন চুটিয়ে ৷ প্রিয়াঙ্কা দেখতে এসেছেন শুনে খুবই খুশি হয়েছেন দিলীপ কুমার ৷ দিলীপ কুমার ও সায়রা বানুর সঙ্গে সাক্ষাতের পর সেই ছবি ট্যুইটও করেছেন প্রিয়াঙ্কা ! আর লিখলেন, ‘আপনাদের দু’জনকে শুনে খুবই ভালো লাগছে ৷ আর দিলীপ সাবকে সুস্থ দেখে আরও ভালো লাগছে ৷ ’

pg

ছোটবেলা থেকে আইডল বানিয়েছিলেন অভিনেতা দিলীপ কুমারকেই ৷ এমনকী, শাহরুখের অভিনয়ে বহুবার স্পষ্ট হয়ে উঠেছে দিলীপ কুমারের অভিনয়ের ছাপ ৷ তা ‘দেবদাস’ হোক বা অন্য কোনও ছবি, শাহরুখের অভিনয়ের হাতেখড়ি সেই দিলীপ কুমারের কাছ থেকেই ৷ সেই আইডলকেই দেখতে গেলেন দিলীপ কুমার৷

বেশ কিছুদিন ধরেই অসুস্থ দিলীপকুমার ৷ শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় ভুগছেন তিনি ৷ ভর্তি ছিলেন হাসপাতালেও৷ কিছুদিন আগেই হাসাপাতাল থেকে বাড়িতে ফিরেছেন তিনি ৷ অসুস্থ দিলীপ কুমারকে দেখতে গেলেন শাহরুখ খান ৷ সেই ছবি ট্যুইটও করলেন দিলীপ কুমার ৷

First published: September 5, 2017, 3:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर