corona virus btn
corona virus btn
Loading

ঠোঁটঠাসা চুমু ! জন্মদিনে নিককে প্রিয়াঙ্কার উপহার

ঠোঁটঠাসা চুমু ! জন্মদিনে নিককে প্রিয়াঙ্কার উপহার

নিক ও প্রিয়াঙ্কার প্রেম নিয়ে নতুন করে আর বলার কী আছে? তাঁদের প্রেম তো গোটা বিশ্ব জানে ৷

  • Share this:

#মুম্বই: নিক ও প্রিয়াঙ্কার প্রেম নিয়ে নতুন করে আর বলার কী আছে? তাঁদের প্রেম তো গোটা বিশ্ব জানে ৷ নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল দিয়ে যেভাবে সবার সামনে তুলে ধরেন নিজেদের প্রেম, তা কী আর চোখ এড়ানো সম্ভব !

এই যেমন গতকাল ছিল প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের জন্মদিন ৷ নিক জোনাসের ভক্তরা তো তাঁকে শুভেচ্ছা জানিয়েছেনই ৷ বাড়ির লোকেরারও নানান উপহার দিয়েছেন ৷ তবে প্রিয়াঙ্কা কিন্তু যে উপহারটি নিককে দিয়েছেন, তা একেবারে হিংসে করার মতো ৷ তা ভাবছেন, এমনকী উপহার দিলেন প্রিয়াঙ্কা ?

নিকের জন্মদিনের দিনে সুযোগ করে প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছেন এক ভিডিও ৷ যেখানে উঠে এসেছে প্রিয়াঙ্কা ও নিকের প্রেমের গল্প ৷ যেখানে দেখা গিয়েছে, একের পর এক নিক ও প্রিয়াঙ্কার ঠোঁটঠাসা চুমু!

দেখুন সেই ভিডিও----

First published: September 17, 2019, 9:04 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर