হোম /খবর /বিনোদন /
'আমার দেশ রক্তাক্ত', ভারতের ভয়াবহ অবস্থা দেখে লন্ডনে বসেই বড় উদ্যোগ প্রিয়াঙ্কার

Priyanka Chopra: 'আমার দেশ রক্তাক্ত', ভারতের ভয়াবহ অবস্থা দেখে লন্ডনে বসেই বড় উদ্যোগ প্রিয়াঙ্কার

গুরুতর চোট প্রিয়াঙ্কার Photo : File Photo

গুরুতর চোট প্রিয়াঙ্কার Photo : File Photo

করোনার দ্বিতীয় ঢেউয়ে (Second wave corona) অবস্থা শোচনীয় দেশের। ভারতের এমন অবস্থা দেখে লন্ডন থেকে শিউরে উঠেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: করোনার দ্বিতীয় ঢেউয়ে (Second wave corona) অবস্থা শোচনীয় দেশের। ভারতের এমন অবস্থা দেখে লন্ডন থেকে শিউরে উঠেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এই অবস্থায় ভারতের ত্রাণ তহবিলে সবাইকে সাহায্য করার জন্য আবেদন করলেন অভিনেত্রী। ভারতে সংক্রমণ এমন জায়গায় পৌঁছেছে যে হাসপাতাল ও অক্সিজেনে ব্যাপক ঘাটতি দেখা গিয়েছে গোটা দেশ জুড়ে। আর এই অবস্থা দেখেই উদ্বিগ্ন প্রিয়াঙ্কা।

এমন অবস্থা দেখে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রাম ভিডিওয় বলছেন, "আমাদের কেন বিষয়টি নিয়ে ভাবার দরকার আছে? কেন এটা এত জরুরি? আমি লন্ডনে বসে আছি আর নিজের বন্ধু ও পরিবারের থেকে শুনছি হাসপাতালের কী অবস্থা, কোনও আইসিইউ রুম নেই, অ্যাম্বুল্যান্সগুলি ব্যস্ত, অক্সিজেনের অভাব, শ্মশানে গণদাহ হচ্ছে কারণ এত লোকের মৃত্যু হচ্ছে।"

তিনি আরও বলছেন, "গ্লোবাল কমিউনিটি হিসেবে বিষয়টি নিয়ে আমাদের ভাবা দরকার। আমি বলছি কেন ভাবা দরকার। কারণ যতক্ষণ না প্রত্যেকে সুরক্ষিত হচ্ছে, ততক্ষণ আসলে কেউই ঝুঁকিমুক্ত হচ্ছে না। তাই নিজের শক্তি ও সঞ্চয় কাজে লাগিয়ে চেষ্টা করুন এই মহামারী বন্ধ করার। দয়া করে দান করুন। ভারতের আপনাদেরকে দরকার।"

এখানেই শেষ নয়, প্রিয়ঙ্কা জানান, তিনি নিজে একটি ত্রাণ তহবিল তৈরি করেছেন GiveIndia-র সঙ্গে। তিনি ক্যাপশনে লিখেছেন, "যতটা পারবেন ততটাই দান করুন। সেটাই কাজে লাগবে। আমাকে ৬৩ মিলিয়ন মানুষ ফলো করেন।। এদের মধ্যে ১ লক্ষ মানুষও যদি আমায় ১০ ডলার করে দান করেন তাহলে মোট অঙ্কটা গিয়ে ১০ লক্ষ ডলারে গিয়ে দাঁড়াবে। সেটা বড় অঙ্ক। আপনাদের অর্থ সরাসরি আইসোলেশন সেন্টার, অক্সিজেন প্লান্টস, হাসপতালে পৌঁছবে।"

তিনি জানান, নিক ও তিনি ইতিমধ্যেই ভারতের এই অবস্থার জন্য অর্থ দান করেছেন এবং ভবিষ্যতেও করবেন। প্রিয়ঙ্কার কথায়, "ভারত আমার বাড়ি, রক্তাক্ত অবস্থা দেশের।" এই সপ্তাহের প্রথম দিকেও টুইট করেছিলেন প্রিয়াঙ্কা।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Priyanka Chopra