corona virus btn
corona virus btn
Loading

রাগ,ভালবাসা, অভিমান, লড়াই ! প্রকাশ্যে প্রিয়াঙ্কার গোলাপি আকাশ

রাগ,ভালবাসা, অভিমান, লড়াই ! প্রকাশ্যে প্রিয়াঙ্কার গোলাপি আকাশ

বহুদিন বাদে সিনেপর্দায় ফের আগমণ প্রিয়াঙ্কা চোপড়ার ৷ সঙ্গে এবার ফারহান আখতার, জায়রা ওয়াসিম৷ আর একটা জীবনের গল্প !

  • Share this:

#মুম্বই: বহুদিন বাদে সিনেপর্দায় ফের আগমণ প্রিয়াঙ্কা চোপড়ার ৷ সঙ্গে এবার ফারহান আখতার, জায়রা ওয়াসিম৷ আর একটা জীবনের গল্প ! পরিচালক সোনালি বসু-র ‘দ্য স্কাই পিঙ্ক’ ছবি দিয়েই বিয়ের পর ফের বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ আর এসেই যে বাজিমাত করবেন, তার ইঙ্গিতই পাওয়া গেল নতুন এই ছবির ট্রেলারে ৷

প্রকাশ্যে এল পরিচালক সোনালি বসু-র ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ট্রেলার ৷ ভালবাসা, রাগ, অভিমান, সব মিলিয়ে এক জীবনের গল্পকে নতুন রঙে ডুবিয়ে পর্দায় আনতে চলেছেন পরিচালক সোনালি বসু ৷ তবে গল্পতে রয়েছে ট্যুইস্টও ৷ ঠিক যেন তাঁর আগের ছবি ‘মার্গারিটা উইথ আ স্ট্র ’ ! জীবনকে অন্যভাবে দেখার এক অভিজ্ঞতা ৷

প্রিয়াঙ্কা চোপড়ার কারণে ইতিমধ্যেই খবরের শিরোনামে বার বার এসে পড়েছে সোনালির এই ছবি ৷ এমনকী, শোনা গিয়েছে এই ছবির শ্যুটিং দেখে নাকি নিক জোনাস নাকি একেবারে কেঁদে ফেলেছিলেন ৷

দেখুন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ট্রেলার---

First published: September 10, 2019, 10:42 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर