• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘কোয়ান্টিকো’-র সেটে দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা

‘কোয়ান্টিকো’-র সেটে দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা

দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা ৷ টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র শুটিং চলাকালীন সেটে আহত হয়ে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া ৷

দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা ৷ টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র শুটিং চলাকালীন সেটে আহত হয়ে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া ৷

দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা ৷ টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র শুটিং চলাকালীন সেটে আহত হয়ে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা ৷ টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র শুটিং চলাকালীন সেটে আহত হয়ে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া ৷ এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ কোয়ান্টিকো সিজন ২-এর শুটিংয়ে এখন লস অ্যাঞ্জেলসে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

  প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ আপাতত তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরার্মশ দিয়েছেন চিকিৎসকেরা ৷

  জানা গিয়েছে, এদিন একটি স্টান্ট করার সময় পা পিছলে পড়ে যান অভিনেত্রী ৷ গতকালই ঘটে ঘটনাটি। তার মাথায় সামান্য আঘাত লাগে ৷ এমারজেন্সিতে তাকেভর্তি করা হয় ৷ সমস্ত রকম পরীক্ষা করার পর চিকিৎসকেরা জানিয়েছেন সামান্য আঘাত পেয়েছেন প্রিয়াঙ্কা ৷ চিব্তার কোনও কারণ নেই ৷ আপাতত তিনি সুস্থ রয়েছে ৷ তবে বিশ্রামের পরার্মশ দেওয়া হয়েছে তাকে ৷ শুটিং থেকে কিছুদিনের বিরতি নিতে বলা হয়েছে তাকে ৷

  এর জেরে আপপাতত কোয়ান্টিকোর শুটিং কয়েকদিন প্রিয়াঙ্কাকে ছাড়াই চলবে ৷ এই মুহূর্তে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন প্রিয়াঙ্কা ৷ কয়েকদিনের মধ্যেই তিনি সেটে ফিরে শুটিং চালু করবেন বলে মনে করা হচ্ছে ৷ সূত্র মারফত জানা গিয়েছে, সম্পূর্ণ সুস্থ হলে সামনের সপ্তাহে ফের কোয়ান্টিকো-র ইউনিটে যোগ দেবেন প্রিয়ঙ্কা।

  First published: