corona virus btn
corona virus btn
Loading

হয়ে গিয়েছে আংটি বদল, প্রিয়াঙ্কা ‘এনগেজড’ !

হয়ে গিয়েছে আংটি বদল, প্রিয়াঙ্কা ‘এনগেজড’ !
Photo: Instagram

রবিনা ট্যান্ডনের সঙ্গে একটি সেলফি তুলেছেন প্রিয়াঙ্কা ৷ যেখানে স্পষ্ট নজরে এসেছে প্রিয়াঙ্কার হাতের আংটি ৷

  • Share this:

#মুম্বই: গুঞ্জন, গুঞ্জন, আর গুঞ্জন ! প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম পেল পরিণীতি ৷ না কোনও বলিউডি হিরোর ঘরণী নয়, বরং হলিউডের পপ গায়ক নিক জোনসের গলাতেই মালা পড়াতে চলেছেন প্রিয়াঙ্কা ৷ ভাবছেন এতো আবার নতুন খবর কি? কবে থেকেই তো এই নিয়ে নানা গুঞ্জন রটছে ৷ তবে কথায় আছে না ! যা রটে তার কিছু তো বটে ৷ ঠিক এমনটাই ঘটল প্রিয়াঙ্কার ক্ষেত্রেও ৷

গপ্পোটা হল, সম্প্রতি মণীশ মালহোত্রার পার্টিতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ আর সেখানেই সবার চোখ প্রিয়াঙ্কার দিকে কম, হাতে বেশি ৷ কেননা, প্রিয়াঙ্কার হাতের অনামিকায় চিকচিক করছিল বড় হিরের আংটি ! আর সেই আংটি নিয়েই নানা প্রশ্নের সম্মুক্ষীণ প্রিয়াঙ্কা চোপড়া ৷

তা এই আংটি নজরে এল কী করে?

রবিনা ট্যান্ডনের সঙ্গে একটি সেলফি তুলেছেন প্রিয়াঙ্কা ৷ যেখানে স্পষ্ট নজরে এসেছে প্রিয়াঙ্কার হাতের আংটি ৷ আর সেই আংটি দেখেই সোশ্যাল নেটওয়ার্কে হই হই কাণ্ড ! তাহলে কী একেবারে অফিসিয়াল ! তার ওপর ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, এই আংটির দিকেই সবার নজর ! ব্যস, একে একে দুই !

তবে এ কাণ্ড প্রথম নয়, এর আগেও প্রিয়াঙ্কা তার হাতের আংটি লুকিয়েছেন ৷ যদি কিছু না হয়েই থাকে, তাহলে এত লুকোচুরির কী আছে ? প্রশ্নটা সবারই মুখে মুখে !

First published: August 16, 2018, 8:22 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर