• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কমলা হ্যারিসের প্রশংসায় পঞ্চমুখ প্রিয়ঙ্কা! কী বললেন গর্বিত অভিনেত্রী

কমলা হ্যারিসের প্রশংসায় পঞ্চমুখ প্রিয়ঙ্কা! কী বললেন গর্বিত অভিনেত্রী

আমেরিকান ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে এবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আর এই বিষয় নিয়ে আনন্দ প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা।

আমেরিকান ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে এবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আর এই বিষয় নিয়ে আনন্দ প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা।

আমেরিকান ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে এবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আর এই বিষয় নিয়ে আনন্দ প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা।

 • Share this:

  #ওয়াশিংটন: আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য গর্বিত অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। আমেরিকান ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে এবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আর এই বিষয় নিয়ে আনন্দ প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা নিজে প্রথম ভারতীয় মহিলা, যিনি ২০১৮ সালে আমেরিকান ভোগের প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন।

  আর তাই কমলা হ্যারিসের ছবির সঙ্গে নিজের মনের আনন্দ ইনস্টাগ্রামে ব্যক্ত করেছেন দেশি গার্ল। ছবিতে কমলাকে পাউডার নীল রঙের একটি ব্লেজার স্যুটে দেখা যাচ্ছে। প্রিয়ঙ্কা লিখছেন, ক্যাপিটল হিলে সাংঘাতিক ঘটনা দেখার পরে এটা ভেবে ভালো লাগছে যে আগামী ১০ দিনের মধ্যে আমেরিকা এমন একজন পজিটিভ মানুষকে নেতৃত্বে পেতে চলেছে। একজন মহিলা! একজন ভারতীয় মহিলা! একজন ব্ল্যাক মহিলা! এমন একজন মহিলা যাঁর বাবা মা দুজনেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে জন্মেছিলেন।!

  প্রিয়ঙ্কা আরও লিখছেন, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! ছোট মেয়েরা জানবে এমন নতুন একটা বিশ্বকে যেখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের আসনে একজন মহিলা। ভারতে ইতিমধ্যেই বহু মহিলা নেত্রী। বিশ্বাস করতে অসুবিধা হলেও আমেরিকায় এই প্রথম। তবে অবশ্যই শেষ নয়।

  ২০১৮-য় ভোগ ম্যগাজিনের প্রচ্ছদে এসেছিলেন খোদ প্রিয়ঙ্কাও। সেই ছবিও তিনি শেয়ার করেছেন। প্রসঙ্গত, এই মুহূর্তে লন্ডনে ছবির শ্যুটিং এর জন্য রয়েছেন প্রিয়ঙ্কা। একটি রোম্যান্টিক ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। ছবির নাম- টেক্সট ফর ইউ। ছবিতে রয়েছেন সেলিন ডিওন ও স্যাম হিউগান।

  Published by:Swaralipi Dasgupta
  First published: