Home /News /entertainment /

গান গাইলেন নিক, কোমর দোলালেন প্রিয়াঙ্কা, উত্তাল প্রেমের ভিডিওটি দেখেছেন?

গান গাইলেন নিক, কোমর দোলালেন প্রিয়াঙ্কা, উত্তাল প্রেমের ভিডিওটি দেখেছেন?

 • Share this:

  #মুম্বই: নিকের প্রেমে একেবারে হাবুডুবু অবস্থা প্রিয়াঙ্কার ৷ তাই তো নিককে একেবারে চোখে হারাতে চাইছেন না তিনি ৷ নিক যেখানে, প্রিয়াঙ্কাও সেখানে৷

  গপ্পোটা হল, আপাতত সব শ্যুটিং, সব কাজ ফেলে সিঙ্গাপুরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ কারণ ? একটাই নিকের গানের জলসা ৷ আর এই জলসাতেই অংশ নিতে নিকের ছায়া হয়ে সিঙ্গাপুরে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা ৷ তবে শুধুই আসা নয়, নিকের গানে একেবারে মত্ত হলেন তিনি ৷ স্টেজে নিক, আর স্টেজের নিচে প্রিয়াঙ্কা ৷ নিকের গানের তালে, তাঁকে আর আটকায় কে ? কোমর দোলালেন, গানের সঙ্গে গলাও মেলালেন ৷ আর প্রিয়াঙ্কার নাচ দেখে উৎসাহী নিকও গান গেয়েই চললেন !

  দেখুন সেই ভিডিও  
  First published:

  Tags: Nick Jonas, Priyanka Chopra, Singapore

  পরবর্তী খবর