#মুম্বই: সোশ্যাল নেটওয়ার্কে দারুণ অ্যাক্টিভ প্রিয়াঙ্কা চোপড়া৷ যখনই সুযোগ পান তখনই ছবি, ভিডিও আপলোড করতে শুরু করেন ৷ কখনও তা বর নিক জোনাসকে সঙ্গে নিয়ে কখনও আবার একা একাই ৷
এই যেমন সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করলেন এক মজার ভিডিও ৷ যা দেখে প্রিয়াঙ্কার ফ্যানেরা একেবারে আপ্লুত ৷ নেটিজেনরা তো বলেই উঠলেন, প্রিয়াঙ্কা আপনি বিন্দাস ৷
তা ভিডিওতে কী রয়েছে ?
প্রিয়াঙ্কা যে ভিডিও আপলোড করেছেন, তাতে দেখা গিয়েছে, একটি ফটোশ্যুটের জন্য তৈরি হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাঁর চুলে স্টাইলিং প্রায় শেষ ৷ তবে মেকআপও তখনও বাকি ৷ তাই সুযোগ পেয়ে সাদা বাথরোবেই নেচে উঠলেন পিগি চপস ৷
ভিডিও আপলোড করে প্রিয়াঙ্কা লিখলেন, ‘শুক্রবার এরকমই কাটত ! ফ্ল্যাশব্যাক ফ্রাইডে’ ৷
দেখুন প্রিয়াঙ্কার সেই ভিডিও---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bathrob, Bollywood, News, Priyanka Chopra, Viral Video