#মুম্বই: করোনা নিয়ে বেশ চিন্তিত বলিউড সেলিব্রিটিরা ৷ তাই তো আজকাল মুম্বইয়ে তারকাদের দেখা যাচ্ছে মুখে মাস্ক নিয়ে ৷ এমনকী, বিমানবন্দরেও তাঁরা যাতায়াত করছেন সেই মাস্ক পরেই ৷ তবে এরই মাঝে করোনা থেকে বাঁচতে প্রিয়াঙ্কা যা করলেন তা দেখে তাজ্জব সবাই !
তা ঠিক কী করলেন প্রিয়াঙ্কা চোপড়া ?
নিজের বর নিক জোনাসকে সঙ্গে নিয়ে দোলের পার্টিতে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ প্রিয়াঙ্কা গাড়ি থেকে নামতেই তাঁকে স্বাগত জানাতে এগিয়ে এলেন প্রিয়াঙ্কার পরিচিত এক ভদ্রলোক ৷ ভদ্রলোক প্রিয়াঙ্কার সঙ্গে হ্যান্ড শেক করার জন্য হাত এগিয়ে দিলেন ৷ হঠাৎ করে ভদ্রলোকের হাত এক ঝটকায় সরিয়ে দিলেন প্রিয়াঙ্কা ! তবে বর নিক জোনাস কিন্তু একেবারেই এরকম করলেন না ৷ বরং ভদ্রলোকের সঙ্গে যেচেই হ্যান্ডশেক করে ফেললেন !
দেখুন প্রিয়াঙ্কার সেই ভিডিও----
View this post on Instagram#priyankachopra #nickjonas #ishaambanipiramal Holi bash #holi2020 #viralbhayani @viralbhayani
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Handshake, News, Priyanka Chopra