corona virus btn
corona virus btn
Loading

তুমিই রাজকন্যা ! ঐশ্বর্যের জন্মদিনে অভিষেকের ভালবাসা মাখানো পোস্ট

তুমিই রাজকন্যা ! ঐশ্বর্যের জন্মদিনে অভিষেকের ভালবাসা মাখানো পোস্ট

৪৬-এ পা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ জন্মদিনে আরাধ্যা ও অভিষেককে সঙ্গে নিয়ে ইটালিতে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ৷

  • Share this:

#মুম্বই: ৪৬-এ পা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ জন্মদিনে আরাধ্যা ও অভিষেককে সঙ্গে নিয়ে ইটালিতে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ৷ আর সেখানেই নিজের ৪৬ তম জন্মদিন একান্তে কাটানোর প্ল্যান করেছেন ঐশ্বর্য ৷

তবে জন্মদিনের সকাল সকালই ইনস্টাগ্রামে ঐশ্বর্যের একটি ছবি পোস্ট করে ভালোবাসার উদযাপন করলেন জুনিয়ার বচ্চন ৷ ছবি পোস্ট করে অভিষেক লিখলেন, ‘তুমিই আমার রাজকন্যা ! শুভ জন্মদিন’

ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা গেল ডোলচে ভিটার একটি সাদা ও গোলাপি অফ শোল্ডার গাউনে ৷ এই পাশ্চত্য পোশাকে ঐশ্বর্য রাই বচ্চনের মোহময়ী রূপ নজর কেড়েছে সবার ৷

দেখুন সেই ছবি---

ais1

aish2

First published: November 1, 2019, 1:01 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर