• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • দুর্ঘটনার খবর খুবই দুর্ভাগ্যজনক, শাবানা আজমির দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর

দুর্ঘটনার খবর খুবই দুর্ভাগ্যজনক, শাবানা আজমির দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর

 • Share this:

  #নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি লেখেন যে দুর্ঘটনার খবর খুবই দুর্ভাগ্যজনক, শাবানা আজমির দ্রুত সুস্থতা কামনা করছি৷

  পথ দুর্ঘটনায় গুরুতর জখম বলিউড অভিনেত্রী শাবানা আজমি৷ মুম্বই-পুণে এক্সপ্রেস হাইওয়েতে ঘটে এই দুর্ঘটনা৷ প্রাথমিক সূত্রের খবর খালাপুর টোল প্লাজার কাছে তার গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর৷ ঘটনাটি ঘটে দুপুর সাড়ে তিনটে নাগাদ৷ সঙ্গে সঙ্গে তাকে পানভেলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়৷

  দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সকলেই শাবানার সুস্থতা কামনা করে ট্যুইট করেন৷ হাসপাতলেও উপস্থিত হন অনেকে৷ প্রিয় অভিনেত্রী তাড়াতাড়ি সেরে উঠুক, শুরু হয় প্রার্থণা৷

  Published by:Pooja Basu
  First published: