corona virus btn
corona virus btn
Loading

প্রকাশ্যে আলিয়া-শাহরুখের ‘ডিয়ার জিন্দেগি’

প্রকাশ্যে আলিয়া-শাহরুখের ‘ডিয়ার জিন্দেগি’

শ্রীদেবীকে নিয়ে পরিচালক গৌরি সিন্ডের ‘ইংলিশ ভিংলিশ’ বক্স অফিসে ঝড় তুলেছিল ৷

  • Share this:

#মুম্বই: শ্রীদেবীকে নিয়ে পরিচালক গৌরি সিন্ডের ‘ইংলিশ ভিংলিশ’ বক্স অফিসে ঝড় তুলেছিল ৷ তারপর থেকেই গৌরি সিন্ডে পরবর্তী ছবি নিয়ে মানুষের কৌতুহল ছিল একটু বেশিই ৷ তার ওপর ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান ও আলিয়া ভাট ! সব মিলিয়ে উত্তেজনাটা যে বেশি হবে তাতে আর নতুন কি? হলও তাই ৷ দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এল গৌরি সিন্ডের নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’র ফার্স্ট লুক ৷ ছবিটি নিজেই ট্যুইটারে শেয়ার করলেন আলিয়া ভাট ৷

তবে শোনা গিয়েছে এই ছবিতে নাকি কেমিও চরিত্রে রয়েছেন শাহরুখ ৷ ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন আরও দু’জন নায়ক ৷ ছবির গল্প অসম বয়সের প্রেম নিয়েই তৈরি হয়েছে ৷ শোনা গিয়েছে ছবিতে আলিয়া এক সিনে পরিচালকের চরিত্রে অভিনয় করবেন ৷

     
পুরো খবর পড়ুন
अगली ख़बर