#মুম্বই: যাক, ভালোয় ভালোয় মা হলেন অনুষ্কা শর্মা ৷ গতকাল সোমবার ফটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অনুষ্কা ৷ বিরাট কোহলি সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ৷ ঠিক যেমন লকডাউনের সময় প্রেগনেন্সির খবর জানিয়ে ছিলেন অনুষ্কা ও বিরাট !
এবার করিনা কাপুর খানের পালা ৷ কারণ, অনুষ্কার পরে পরেই করিনা জানিয়ে ছিলেন তাঁর দ্বিতীয়বার মা হওয়ার কথা৷ সেই খবর পেয়ে উত্তাল হয়েছিল মিডিয়া, করিনার প্রথম সন্তান তৈমুর যেভাবে গোটা স্পটলাইট কেড়ে নেয়, সেই তৈমুরের জগতেই ভাগ বসাতে আসছে নতুন কেউ ! আর এই নিয়েই নানা জল্পনা-কল্পনার মধ্যে দিয়ে দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ উপভোগ করছেন করিনা ৷ সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকেই দারুণ অ্যাক্টিভ করিনা ৷ যখন যা করেন, টুক করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভোলেন না ৷ আর তাই তো সম্প্রতি করিনার নতুন পোস্ট দেখে নতুন গুঞ্জন শুরু !গপ্পোটা হল, করিনা কাপুর খান তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ছবি ৷ যেখানে দেখা গিয়েছে, টেবিলের সামনে সুস্বাদু সব খাবার সাজানো ৷ আর সোফায় করিনাকে ঘিরে বসে রয়েছেন করিশ্মা কাপুর, মালাইকা আরোরা খান, অমৃতা অরোরা ৷ পোস্টে লেখা...It’s been a FORTUNE of memories... on to the next... to new beginnings PS: #Fortune you have been kind #FortuneNights #EndOfAnEra #KaftanSeries.” The current building that Kareena and Saif live in, is named ‘Fortune Apartments. এই পোস্ট থেকে অনেকেই আঁচ করছেন, করিনা হয়তো তাঁর ও সইফের পুরনো বাড়ি ফরচুন অ্যাপার্টমেন্ট ছাড়তে চলেছেন ৷ দ্বিতীয় সন্তানকে বড় করতে নতুন বাড়িতেই নতুন করে সংসার বসাতে চলেছেন করিনা ! তবে এ ব্যাপারে স্পষ্ট কিন্তু কিছুই জানাননি বেবো বিবি !View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Kareena Kapoor Khan