corona virus btn
corona virus btn
Loading

পোস্টারে সানি, ববি, শ্রেয়স, গণ্ডগোল শুরু...

পোস্টারে সানি, ববি, শ্রেয়স, গণ্ডগোল শুরু...

পোস্টারে সানি, ববি, শ্রেয়স, গণ্ডগোল শুরু...

  • Share this:

#মুম্বই: ফের পর্দায় আসছেন সানি দেওল ৷ সঙ্গে অবশ্যই ভাই ববি ৷ আর রয়েছেন শ্রেয়স তলপড়ে৷ তবে এবার কোনও অ্যাকশন ছবি নয় ৷ বরং কমেডি ঠাঁসা ছবিতেই ফিরে আসছেন সানি দেওল ৷ ছবির নাম ‘পোস্টার বয়’ ৷ ছবির গল্প শুরু, একটা পোস্টার নিয়ে ৷ আর সেই পোস্টার নিয়েই যত্ত গণ্ডগোল !

ছবিটি অনুপ্রাণিত মারাঠি নাটক পোস্টার বয় থেকে ৷ যার প্রযোজক ছিলেন শ্রেয়স তলপড়ে৷ এই ছবিটির পরিচালনা করেছেন শ্রেয়স নিজেই ৷ বলিউডে এটাই তাঁর প্রথম ছবি ৷ প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার ৷

First published: July 24, 2017, 3:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर