#দুবাই: এভাবে যে মৃত্যু হবে বলিউডের রূপের রানি, তা হয়তো এখনও অনেকে বিশ্বাস করতে পারছেন না ৷ তাই তো ট্যুইটারে, ফেসবুকে শ্রীদেবীর মৃত্যুর শোকপ্রকাশের বাক্যে যোগ দিচ্ছে হতবাক শব্দ ! হ্যাঁ, সবাইকে হতবাক করেই শনিবার গভীর রাতে চলে গেলেন বলিউডের চাঁদনি ৷ দুবাইয়ের পাঁচতারা হোটেলের বাথরুমে হৃদরোগে আক্রান্ত হয়ে থেমে গেল শ্রীদেবীর জীবন ৷
জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে হোটেলে নিজের রুমে গিয়েছিলেন শ্রীদেবী ৷ অনেকক্ষণ খোঁজ না পাওয়ায় দেখা যায় রুমের বাথরুমে পড়ে রয়েছেন অভিনেত্রী ৷ এই ঘটনার পরেই বলিউডের প্রযোজক ও শ্রীদেবীর স্বামী বনি কাপুর নিয়ে যান দুবাইয়ের রসিদ হাসপাতালে ৷ হাসপাতালে নিয়ে গেলেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
দুবাইতে ইতিমধ্যেই শ্রীদেবীর ময়না তদন্ত সম্পন্ন হয়েছে বলে খবর। সবকিছু মিটতেই বিশেষ বিমানে শ্রীদেবীর নিথর দেহ নিয়ে মুম্বইতে ফিরবে তাঁর পরিবার। রাত সাড়ে ১১টা নাগাদ মুম্বইতে পৌঁছতে পারে বলে, খবর রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।