#মুম্বই: লকডাউনে একের পর এক বিয়ের খবর, এনগেজমেন্ট, মা-বাবা হওয়ার খবর বিনোদন জগতে ছড়িয়ে গিয়েছিল ৷ তবে এবার খবর হলো, বিচ্ছেদের ৷ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পুজা গোর সম্পর্ক ভেঙে দিলেন তাঁর বয়ফ্রেন্ড রাজ সিং অরোরার সঙ্গে !
‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের অভিনেত্রী পুজা গোর সোশ্যাল মিডিয়ার হাত ধরেই জানালেন তিনি রাজের সঙ্গে সম্পর্ক ভেঙে দিলেন ৷ সঙ্গে সোজাসুজিই রাজকে জানালেন, ‘এরপর থেকে আমরা শুধুই বন্ধু !’ পূজা তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ‘২০২০ সালে অনেক কিছু বদলেছে ৷ কোনওটা ভালোর জন্য, কোনওটা আবার খারাপের জন্য ৷ অনেকদিন ধরেই আমার ও রাজের সম্পর্ক নিয়ে স্পেকুলেশন চলছিল ৷ এই সিদ্ধান্ত খুব একটা সহজ ছিল না ৷ তাই সময় নিচ্ছিলাম ৷ ’বহু মাস আগে থেকেই এই সম্পর্ক ভাঙার ইঙ্গিত পেয়েছিলেন নেটিজেনরা ৷ কেননা, দুজনে নিজেদের ছবি পোস্ট করা বন্ধ করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ সম্পর্ক নিয়ে নানারকম পোস্টও করতে দেখা গিয়েছিল তাঁদের ৷ এবার শেষমেশ, সম্পর্কে ইতি টেনেই দিলেন ৷View this post on Instagram