#মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার নিলেন বলিউডের খিলাড়ি কুমার, আর সম্প্রতি ভারত কুমার নামে খ্যাত অক্ষয় কুমার ৷ গোটা দেশের লোকসভা নির্বাচনের আবহে মোদির সঙ্গে এক অ-রাজনৈতিক সাক্ষাৎকারে মেতে উঠলেন অক্ষয় ৷ অন্যদিকে, মোদিও একের পর এক বাউন্সার দিলেন অক্ষয়কে ৷ ঠিক যেমন, অক্ষয়কে সোজাসুজি মোদি জিজ্ঞেস করে বসলেন, ‘টুইঙ্কল খান্না আমার ওপর রেগে থাকেন কেন? ’
তবে অক্ষয়ের জবাব দেওয়ার আগেই মোদি তাঁকে জানান, ‘আমি আপনাদের দু’জনকেই ফলো করি ট্যুইটারে ৷ আমি দেখেছি টুইঙ্কল আমার ওপর সব সময় রেগে থাকেন ৷ এর ফলে একটা উপকার হয় ৷ আপনাদের জীবনে শান্তি থাকে৷ কারণ, টুইঙ্কল তাঁর রাগটা আমার ওপরেই পুরোটা দিয়ে দেয় ৷ আপনার ওপর কিছুই থাকে না !’
অন্যদিকে, টুইঙ্কলও জবাব দেন মোদির এ কথার ৷ টুইঙ্কল ট্যুইটে জানান, ‘প্রধানমন্ত্রী আমার লেখা পড়েন, সেটা খুবই গর্বের বিষয় ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Kumar, AkshaySpeakstomodi, Bollywood, Narendra Modi, Twinkle Khanna