#নয়াদিল্লি: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পর এবার বৌমা ঐশ্বর্য রাইও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করলেন ৷ প্রাক্তন বিশ্বসুন্দরীর খ্যাতি বলিউড ছাড়িয়ে গোটা বিশ্বেই ছড়িয়ে ৷ গ্লোবাল আইকন হয়েও এর আগে কখনই কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে বচ্চন বধূকে কোনও বক্তব্য রাখতে দেখা যায়নি ৷ মোদির নোট বাতিলের পদক্ষেপের প্রভূত প্রশংসা করে অ্যাশ বলেছেন, মোদিজি এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷ এরকম কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যে কোনও দেশের রাষ্ট্রনেতা অন্তত কয়েকশ বার ভাবতেন ৷
শুধু প্রধানমন্ত্রী নয়, নিজের বার্তায় দেশের আমজনতারও প্রশংসা করেছেন নীলনয়নী ঐশ্বর্য ৷ নোট বাতিলের সিদ্ধান্তে দেশের কোটি কোটি সাধারণ মানুষ যে অসুবিধেয় পড়েছেন সে কথা ভেবে ঐশ্বর্য বলেন, বড় বড় কাজের জন্য সর্বপরি দেশের স্বার্থের জন্য কিছু অসুবিধে মানিয়ে নিতে হয় ৷ এতে সকলেরই ভালো হবে ৷
মঙ্গলবার মোদির ঘোষণায় রাতারাতি অচল ১০০০ ও ৫০০-এর নোট ৷ এরপর থেকেই দেশ জুড়ে নগদ নোটের আকাল ৷ একদিন বন্ধ থাকার পর ব্যাঙ্ক খুললেও শেষ হয়নি সমস্যা ৷ শুক্রবার থেকে টাকা পাওয়ার আশ্বাস থাকলেও শহরের বেশিরভাগ এটিএমে নোটের আকাল। বহু এটিএম বন্ধ। ভিড় বেড়েছে ব্যাঙ্কের শাখাগুলিতে। কিন্তু শুধু টাকা না পাওয়াই নয়, দিনভর হয়রানির নানা ধরনের চিত্র ধরা পড়েছে দেশজুড়ে ৷ শনিবারও একই দৃশ্য দেখছে গোটা দেশ ৷ রবিবারও কোনও মিরাক্যাল না হলে অন্যরকম কোনও চিত্র দেখার আশা কম ৷
ব্যাঙ্কে লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ এই লাইনে দাঁড়াতে গিয়ে অসুস্থও হয়ে পড়েছেন অনেকে ৷ শনিবার ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে মৃত্যুর মত বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ৷ দিন যত এগোচ্ছে, অতিরিক্ত গ্রাহকের চাপে বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে প্রায় সর্বত্রই। কবে মিটবে সমস্যা সেই প্রশ্ন অবশ্য এখনও অজানা।
যদিও শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দেশবাসীকে আশ্বস্ত করেন, দ্রুতই সমস্যা মিটবে ৷ একইসঙ্গে দেশবাসীকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aishwarya Praise Modi, Aishwarya Rai Bachchan, Black money, Currency Banned, PM Narendra Modi