corona virus btn
corona virus btn
Loading

অন্তরঙ্গ দীপিকা-রণবীর, ভিডিও হল ভাইরাল !

অন্তরঙ্গ দীপিকা-রণবীর, ভিডিও হল ভাইরাল !

নিজেদের সম্পর্ক নিয়ে কখনই প্রকাশ্যে কিছু বলেননি রণবীর ও দীপিকা ৷ কিন্তু কথায় আছে না দেওয়ালেরও কান আছে !

  • Share this:

#মুম্বই: নিজেদের সম্পর্ক নিয়ে কখনই প্রকাশ্যে কিছু বলেননি রণবীর ও দীপিকা ৷ কিন্তু কথায় আছে না দেওয়ালেরও কান আছে ! তবে এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জমানায় দেওয়ারে শুধু কান নয়, চোখও থাকে ৷ মানেই ওই ক্যামেরার চোখ !

গপ্পোটা হল, কিছুদিন ধরেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘুরে বেড়াচ্ছে দীপিকা ও রণবীরের একটি ভিডিও ৷ একটি জনপ্রিয় এন্টারটেনমেন্ট চ্যানেলই এই ভিডিও সামনে আনে ৷ আর তার পর থেকেই ভাইরাল হয়ে যায় এই ছবি ৷

ভিডিওতে দেখা গিয়েছে, রণবীরে প্রায় কোলে বসে আছেন দীপিকা পাড়ুকোন ৷ আর দীপিকার ঘাড়ে কাছে মুখ নিয়ে রয়েছেন রণবীর সিং ৷

কিছুদিন আগে খবরে এসেছিল নিজেদের বাড়ি ছেড়ে একসঙ্গে, এক ফ্ল্যাটে নাকি থাকছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন !

গপ্পোটা হল, সঞ্জয়লীলা বনশালির নতুন ছবি ‘পদ্মাবতী’র শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত আছেন দীপিকা ও রণবীর ৷ ছবিটির শ্যুটিং চলছে গোরেগাঁওয়ে ৷ শ্যুটিং স্পট দূরে হওয়ায়, নিজের বাড়ি ছেড়ে শ্যুটিং সেটের সামনেই একটা ফ্ল্যাট নিয়েছেন রণবীর ৷ আর শোনা যাচ্ছে, এই ফ্ল্যাটেই নাকি রণবীরের সঙ্গে থাকছেন দীপিকা !

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, সিনেমার চরিত্রে ভালো করে মন বসানোর জন্যই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা ও রণবীর ৷ দু’জনে মিলে নাকি সুযোগ পেলেই মহড়াও করছেন সিনেমা নিয়ে ! তবে গুঞ্জন বলছে, সিনেমাকে অজুহাত বানিয়ে, ব্যক্তিগত সময় কাটাতেই ব্যস্ত দীপিকা-রণবীর !

First published: August 28, 2017, 3:18 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर