#মুম্বই: করোনার প্রকোপ বেড়েই চলেছে গোটা বিশ্বে ৷ করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছেই ৷ এই লকডাউনের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বিভিন্ন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকেরা৷ এই বিপর্যয়ে কর্মস্থল থেকে বাড়িতে ফেরার জন্য অনেকেই পাচ্ছেন না সঠিক পরিবহণ ৷ অনেকে তো পায়ে হেঁটেই অতিক্রান্ত করছেন লম্বা রাস্তা ৷
শ্রমিকদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়ে বাস্তবের হিরোর পরিচয় দিলেন পর্দার নায়ক সোনু সুদ ৷ স্রেফ নিজের দায়িত্বে প্রায় ১২ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন তিনি ৷ অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নায়ককে যোগাযোগ করছেন বাড়ি ফেরার জন্য ৷
তবে এবার বাড়ি ফেরার জন্য নয়, বরং সোশ্যাল মিডিয়ায় নায়ক সোনুকে তাঁর অনুরাগী জানালেন, অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য তাঁর মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বিহারের কিছু যুবক৷
ট্যুইটারের মাধ্যমে এই খবর পেয়ে সোনু স্পষ্টই যুবকদের উদ্দেশ্যে লিখলেন, ‘ভাই মূর্তি তৈরির পয়সা গরিবদের মধ্যে দান করে দাও !’
দেখুন সোনু-র সেই ট্যুইট---
भाई उस पैसे से किसी गरीब की मदद करना। 🙏 https://t.co/SI9MqVpRRe
— sonu sood (@SonuSood) May 25, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।