হোম /খবর /বিনোদন /
সাদা শাড়ির সঙ্গে অলঙ্কারে অতি আকর্ষণীয় অঙ্কিতা লোখান্ডে

সাদা শাড়ির সঙ্গে অলঙ্কারে অতি আকর্ষণীয় অঙ্কিতা লোখান্ডে, দিলেন মন ভাল রাখার ফর্মুলা

অঙ্কিতা লোখান্ডে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

অঙ্কিতা লোখান্ডে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে

  • Last Updated :
  • Share this:

/#মুম্বই: দৈনন্দিন জীবনের কচকচানি জীবনকে একঘেয়ে করে তোলে, ক্রমেই জীবন বর্ণহীন হয়ে পড়ে প্রবল চাপের মাঝেও জীবনে খুশিতে থাকতে হয়, নানান ঝামেলার মাঝেও কী করে খুশিতে থাকতে হয়? তাই দেখিয়েছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ছবি শেয়ার করেছেন যা সত্যি সত্যি এক আলাদা মাত্রা যোগ করেছে ৷

View this post on Instagram

How to be happy Decide every morning that you are in a good mood

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

যে ছবি শেয়ার করেছেন যেখানে হাসিখুশি মুখ লক্ষ্য করা গিয়েছে অঙ্কিতার ৷ সাদা শাড়িতে ও অলঙ্কারে অত্যন্ত আকর্ষণীয় লাগছে অঙ্কিতা লোখান্ডেকে ৷ এই দুর্দান্ত ছবি শেয়ার করে অঙ্কিতা ইনস্টাগ্রামে লিখেছেন 'কীভাবে খুশিতে থাকতে হয়?  তা প্রতিদিন সকালেই নির্ধারণ করা সব থেকে সহজ বিষয়, নিজেকেই উপলব্দি করতে হয় মন কীভাবে ভাল থাকবে? তবেই বুঝতে পারা যাবে যে আপনার মন ভাল আছে ৷' অঙ্কিতার এমন ক্যাপশানে সমাজের সর্বস্তরের মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে ৷ বিগ বস ১৩ প্রতিযোগী আরতি সিং একটি দারুণ মন্তব্য করেছেন ৷ তিনি লিখেছেন 'যখনই মন খারাপ হবে তোমার ছবি দেখে নিতে হবে, মন ঠিক ভাল হয়ে যাবে ৷' এছাড়াও অমরুতা খানভিলকর লিখেছেন 'ছবি দেখলেই চেনা যায় সুন্দরীকে ৷' সম্প্রতি অঙ্কিতার বাবা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ বাবার দ্রুত আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ক্লিপিং আপলোড করেছিলেন ৷

এখন সব থেকে বড় খুশি খবর তিনি ফের পরিবারের সঙ্গে এখন ৷ পরিবারের প্রতিটি মানুষের মনের অত্যন্ত কাছাকাছি অঙ্কিতা লোখান্ডে, তাঁদের সঙ্গে সময় কাটাতে অত্যন্ত ভালবাসেন তিনি ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Ankita Lokhande