corona virus btn
corona virus btn
Loading

একদিকে অনন্যা, অন্যদিকে ভূমি, জোর ফাঁসলেন কার্তিক ! দেখুন ভিডিও

একদিকে অনন্যা, অন্যদিকে ভূমি, জোর ফাঁসলেন কার্তিক ! দেখুন ভিডিও

পরকীয়া, ঝামেলা, সন্দেহ, তারপর...বিপদের মুখে পুরুষ মানুষ ! সেই কবে রিয়েলে, রিলে এসব পর্ব চলেই যাচ্ছে, কখনও তা সিলসিলা ছবির মতো সিরিয়াস কেস, তো কখনও আবার সাজন চলে শশ্বুরালের মতো কমেডি !

  • Share this:

#মুম্বই: পরকীয়া, ঝামেলা, সন্দেহ, তারপর...বিপদের মুখে পুরুষ মানুষ ! সেই কবে রিয়েলে, রিলে এসব পর্ব চলেই যাচ্ছে, কখনও তা সিলসিলা ছবির মতো সিরিয়াস কেস, তো কখনও আবার সাজন চলে শশ্বুরালের মতো কমেডি ! আর সেই তালিকায় এবার নাম লিখিয়ে ফেললেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনাকর ও অনন্যা পাণ্ডেরা ৷

গপ্পোটা হল, বলিউডে এবার একেবারে একসঙ্গে আসতে চলেছেন কার্তিক-ভূমি ও অনন্যা ৷ ছবির নাম ‘পতি-পত্নী অউর ওহ’ ৷ আর এই ছবিতেই পুরনো গল্পকে পোরা হয়েছে নতুন মোড়কে ৷ সঙ্গে তুমুল হাসির গ্যারান্টি ৷ অন্তত, ট্রেলার তার ঝলক মিলবেই ৷

কার্তিক আরিয়া এমনিতেই ইয়ংজেনদের মধ্যে দারুণ নামকরা ৷ তাঁর স্টাইল, তাঁর অভিনয় ইতিমধ্যেই নজর কেড়েছে সবার ৷ এমনকী, কার্তিকের ঝুলিতেও রয়েছেন বেশ কিছু সফল ছবি ৷ হালফিলের সোনু কি টিট্টু কি সুইটিই প্রমাণ ৷ সেই কার্তিক এবার অভিনয় করতে চলেছেন পরকীয়ার গল্পে ৷

ভূমি পেডনকর ইন্ডাস্ট্রি নতুন নয় ৷ আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধে বহু হিট দিয়েছেন তিনি ৷ সম্প্রতি সান্ড কি আঁখ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে ৷ তবে সবে একটা ছবি করে নজরে এসে পড়া চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে কিন্তু এই ছবির ট্রেলারেই নজর কেড়েছেন ৷ এবার দেখা যাক, এই তিনমূর্তি পরকীয়ার গল্প বক্স অফিসে চলে কিনা !

দেখুন ট্রেলার--

First published: November 4, 2019, 6:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर