বহুস্বর স্তব্ধ পড়ে আছে৷ চলে গেলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ৷ কিছুদিন আগে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি বাচিক শিল্পী। শনিবার ভোরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়৷ বাঁচানো যায়নি আপামর বাঙালির কর্ণকে৷ যাত্রা করেছেন কোনও এক অসীমের উদ্দেশে৷
কুন্তী আগেই প্রয়াত হয়েছেন। এ বার কর্ণ। পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের ‘কর্ণ-কুন্তী সংবাদ’ এখনও বাঙালির মজ্জায় মজ্জায়৷ ২০২১ সালের ২৬ অগস্ট চলে যান গৌরী। বছর না ঘুরতেই স্ত্রীর পথে পার্থ ঘোষও৷ অসুস্থ ছিলেন পার্থ। গলায় অস্ত্রোপচার হয়েছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।