হোম /খবর /বিনোদন /
রাজনীতিকের সঙ্গেই ছাদনাতলায়! গুঞ্জনের মাঝেই প্রকট হলেন পরিণীতি, বিয়ে কী বললেন

Parineeti Chopra Marriage: রাজনীতিকের সঙ্গেই ছাদনাতলায়! গুঞ্জনের মাঝেই প্রকট হলেন পরিণীতি, বিয়ে কী বললেন

Parineeti Chopra Marriage: মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল পরিণীতিকে। কালো রঙের ব্লেজার, খোলা চুল, চোখে চশমা। একদম সাদামাঠা সাজে পাপারাৎজির ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

  • Share this:

মুম্বই: পরিণীতি চোপড়া বিয়ে করছেন। পাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব। রাঘব চাড্ডা, আম আদমি পার্টির সাংসদ। আপাতত এই গুঞ্জনেই উত্তাল বলিউড এবং রাজনৈতিক মহল। ট্যুইটারেও একাধিক নামী ব্যক্তিত্ব। তবে এ নিয়ে যদিও মুখে কুলুপ এঁটেছিলেন পরিণীতি এবং রাঘব।

মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল পরিণীতিকে। কালো রঙের ব্লেজার, খোলা চুল, চোখে চশমা। একদম সাদামাঠা সাজে পাপারাৎজির ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ে পাপারাৎজির প্রশ্নের মুখে পড়েন প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন। বিয়ের প্রসঙ্গ উঠতে অবশ্য মুখে কুলুপ আঁটেন তিনি। তবে লজ্জায় তাঁর 'লাল' হয়ে যাওয়া ধরে পড়ে যায় পাপারাৎজির লেন্সে।

আরও পড়ুন: বলিউডে ফের বিয়ের সানাই? পুরনো বন্ধু এই রাজনীতিকের সঙ্গে পরিণীতির রোকার দিন নাকি সামনেই

আরও পড়ুন: সুদর্শন রাজনৈতিক নেতার প্রেমে মজেছেন পরিনীতি? ২ জনের রসায়ন ঘিরে তোলপাড় বলিউড

রাঘবের সহকর্মী সঞ্জীব অরোরা ইতিমধ্যেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। লিখেছেন, 'রাঘব এবং পরিণীতিকে অনেক শুভেচ্ছা। ওঁদের সম্পর্ক যাতে ভালবাসা, আনন্দ এবং সাহচর্যে পরিপূর্ণ হয়।'

 

রবিবার পরিণীতি গিয়েছিলেন পোশাকশিল্পী মণীশ মালহোত্রার বাড়িতে। শোনা যাচ্ছে, রোকার দিন খুব শিগগিরই পাকা করতে চলেছে দুই পরিবার। অনুরাগীদের ধারণা, বিশেষ অনুষ্ঠানের জন্য পোশাক নির্বাচন করতেই গিয়েছিলেন অভিনেত্রী। অতীতে পরিণীতির দিদি প্রিয়ঙ্কা তাঁর রোকার ছবি পোস্ট করেই প্রকাশ্যে এনেছিলেন নিকের সঙ্গে তাঁর সম্পর্ক। অনুরাগীদের গুঞ্জন, দিদির পথেই পা রাখতে পারেন বোন পরিণীতি।

Published by:Sanchari Kar
First published:

Tags: Parineeti Chopra