Home /News /entertainment /
বাংলাদেশের ‘ভুবন মাঝি’ পরমব্রত

বাংলাদেশের ‘ভুবন মাঝি’ পরমব্রত

Youtube

Youtube

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে খোদ বাংলাদেশেই প্রচুর ছবি তৈরি হয়েছে ৷ যেখানে মুক্তি যুদ্ধ-র ইতিহাসকে পরিচালক নিজের মতো

 • Share this:

  #কলকাতা: বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে খোদ বাংলাদেশেই প্রচুর ছবি তৈরি হয়েছে ৷ যেখানে মুক্তি যুদ্ধ-র ইতিহাসকে পরিচালক নিজের মতো করে তুলে নিয়ে এসেছেন দর্শকের কাছে ৷ এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন বাংলাদেশের ছবি পরিচালক ফাখরুল আরেফিন ৷ তৈরি করলেন ‘ভুবন মাঝি’ ৷ আর বাংলাদেশের এই ছবিতে দেখা যাবে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে৷ পরমব্রতের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অর্পণা ৷ ছবিটি তৈরি হয়েছে বাংলাদেশের সরকারের অনুদানেই ৷

  ছবির শ্যুটিং শুরুর সময় সংবাদমাধ্যমকে ছবির পরিচালক ফাখরুল জানিয়ে ছিলেন, মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি ‘ভুবন মাঝি’। যাঁরা দেশের ছবি দেখতে ভালোবাসেন তাঁরা ‘ভুবন মাঝি’ দেখে নিরাশ হবেন না বলেই আমি আশা করি।’

  বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম প্রথম আলোকে ফাখরুল আরেফিন বলেন, ‘মুক্তিযুদ্ধ তরুণদের নতুন করে স্পর্শ করুক। সামনে এ রকম আরও প্রচারণা চালাব আমরা।’ তিনি জানান, ভুবন মাঝি ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। ছাড়পত্র পেলে আগামী জানুয়ারি মাসে মুক্তি পাবে। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির গল্প শুরু হয়েছে ১৯৭০ সাল থেকে, শেষ হয়েছে ২০১৩ সালে। সরকারি অনুদানে নির্মিত এই ছবির বড় একটি অংশজুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ।

  First published:

  Tags: Actor, Bangladesh, Parambrata Chatterjee, Tollywood

  পরবর্তী খবর