#কলকাতা: টেলি অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যু নিয়ে ক্রমশ ধোঁয়াশা তৈরি হচ্ছে। ঠিক কী হয়েছিল, আত্মহত্যা নাকি অন্য কিছু সমস্ত নিয়েই যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। গতকাল দীর্ঘক্ষণ পল্লবীর বয়ফ্রেন্ড তথা লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে জেরা করে গড়ফা থানার পুলিশ। কারণ কাল পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দেয়নি পল্লবীর পরিবার।
তবে জানা যাচ্ছে, আজ সোমবার গড়ফা থানায় পল্লবীর পরিবার এসে সাগ্নিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবে। এখনও পর্যন্ত পুলিশি জেরায় সাগ্নিক জানিয়েছেন, ঘটনার সময়ে তিনি গড়ফার গাঙ্গুলিপুকুরের দুই কামরার ফ্ল্যাটেই ছিলেন। সেই সময়ে তিনি ব্যালকনিতে গিয়ে ধূমপান করছিলেন। তখনই নাকি বেডরুমের দরজা লক করে আত্মঘাতী হন পল্লবী। এমনই দাবি সাগ্নিকের।
আরও পড়ুন- বয়ফ্রেন্ডের সঙ্গে ঠিক কী হয়েছিল পল্লবীর? মুখ খুললেন সাগ্নিকের বাবা ও মা
কিন্তু আসলে কী হয়েছিল? ঘটনার সময়ে তিনি ব্যলকনিতে ছিলেন নাকি একেবারে ঘটনাস্থলেই ছিলেন তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ফলে গোটা বিষয়টায় ক্রমশ ধোঁয়াশা বাড়ছে। আজ সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে পল্লবীর পরিবার। তার পরে পুলিশ কেস রেজিস্টার করার পরে তদন্ত শুরু করবে। এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।
অন্যদিকে সাগ্নিক বিবাহিত বলেও দাবি করেছে পল্লবীর পরিবার। সেই কথা পল্লবী জানতেন না। অন্য বান্ধবীর সঙ্গেও সাগ্নিকের সম্পর্ক ছিল বলে জানাচ্ছে পল্লবীর পরিবার। প্রসঙ্গত, পল্লবীর মৃত্যুতে ধোঁয়াশা ছড়িয়েছে টেলি পাড়ায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।