Home /News /entertainment /
Pallavi Dey death : পল্লবী ও সাগ্নিকের মধ্যে উঠে এল তৃতীয় ব্যক্তির নাম! চাঞ্চল্যকর দাবি অভিনেত্রীর পরিবারের

Pallavi Dey death : পল্লবী ও সাগ্নিকের মধ্যে উঠে এল তৃতীয় ব্যক্তির নাম! চাঞ্চল্যকর দাবি অভিনেত্রীর পরিবারের

পল্লবী ও সাগ্নিকের মধ্যে উঠে এল তৃতীয় ব্যক্তির নাম! চাঞ্চল্যকর দাবি অভিনেত্রীর পরিবারের

পল্লবী ও সাগ্নিকের মধ্যে উঠে এল তৃতীয় ব্যক্তির নাম! চাঞ্চল্যকর দাবি অভিনেত্রীর পরিবারের

Pallavi Dey death : অভিনেত্রীর পরিবার ইতিমধ্যেই জানিয়েছেন সাগ্নিক বিবাহিত। একজনের সঙ্গে আইনি মতে বিয়ে করেছিলেন তিনি।

 • Share this:

  #কলকাতা: টেলি অভিনেত্রী পল্লবী দে মৃত্যুতে একের পরে এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। গতকাল রবিবার গড়ফা থানার পুলিশ দীর্ঘক্ষণ জেরা করে পল্লবীর লিভ ইন সঙ্গী তথা বয়ফ্রেন্ড সাগ্নিক চক্রবর্তীকে। আজ তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবে অভিনেত্রীর পরিবার।

  অভিনেত্রীর পরিবার ইতিমধ্যেই জানিয়েছেন সাগ্নিক বিবাহিত। একজনের সঙ্গে আইনি মতে বিয়ে করেছিলেন তিনি। এই বিষয়টি জানতেন না পল্লবী এছাড়াও আরও এক তৃতীয় ব্যক্তির নাম উঠে আসছে এই ঘটনায়। জানা যাচ্ছে ঐন্দ্রিলা বলে আরও একজন মহিলার সঙ্গে তাঁর সম্প্রতি সম্পর্ক গড়ে ওঠে। পল্লবীর পরিবার জানিয়েছে, অভিনেত্রী যখন শ্যুটিংয়ে ব্যস্ত থাকতেন, তখন সেই ফ্ল্যাটে ওই মহিলাকে নিয়ে আসতেন সাগ্নিক। এই নিয়েই তাঁদের মধ্যে অশান্তি বলে জানা যাচ্ছে।

  প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যার প্রসঙ্গই উঠে আসছে। কিন্তু পল্লবীর পরিবারের দাবি, তাঁদের মেয়ে আত্মহত্যা করতেই পারেন না। প্রশ্ন উঠছে কীভাবে একই বাড়িতে থাকা সত্ত্বেও সাগ্নিক আটকাতে পারলেন না পল্লবীকে। পুলিশি জেরায় সাগ্নিক জানিয়েছেন, রবিবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। তার পরে তিনি ব্যালকনিতে আসেন ধূমপান করতে। তখনই নাকি বেডরুমের দরজা বন্ধ করে দেন পল্লবী। পরে দরজা ভেঙে তিনি ঝুলন্ত অবস্থায় দেখতে পান পল্লবীকে।

  আরও পড়ুন- আগেই বিবাহিত, একাধিক সম্পর্ক! সাগ্নিকের বিরুদ্ধে আজ লিখিত অভিযোগ করবে পল্লবীর পরিবার

  প্রশ্ন উঠছে, দরজা বন্ধ করার সময়েই আটকালেন না কেন সাগ্নিক। কেন ঝুলন্ত অবস্থায় দেখার পরেও পল্লবীর মাকে ফোন করে সাগ্নিক কেন বললেন অভিনেত্রী অচৈতন্য অবস্থায় রয়েছেন। এই বিষয়গুলি নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। এমনকি পল্লবীর বাবা জানিয়েছেন, মেয়ের উপর অত্যাচার করতেন সাগ্নিক। এক মেক আপ আর্টিস্ট পল্লবীর গায়ে ক্ষত দেখেছিলেন বলে জানিয়েছেন পল্লবীর বাবাকে। আজ লিখিত অভিযোগ দায়ের করবেন পল্লবীর পরিবার।

  Published by:Swaralipi Dasgupta
  First published:

  Tags: Pallavi dey

  পরবর্তী খবর