কলকাতা: ঘটনার সময় সিগারেট খেতে গিয়েছিলেন ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে জানালেন সাগ্নিক চক্রবর্তী ৷ গড়ফা থানায় সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে পল্লবীর পরিবার (Pallavi Dey Death Case) ৷
টেলি অভিনেত্রীর মৃত্যু ঘিরে ক্রমেই রহস্য বাড়ছে। গড়ফার ফ্ল্যাট থেকে পল্লবী দে’র দেহ উদ্ধার হয়। ফ্ল্যাটে বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন করতেন অভিনেত্রী। একসঙ্গে থাকলেও কেন কিছু টের পেলেন না বয়ফ্রেন্ড ? প্রশ্ন পরিবারের।
বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। অভিনেত্রী পল্লবী দে। রবিবার সকালে গড়ফার ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
View this post on Instagram
আরও পড়ুন-বিনিয়োগকারীদের জন্য সুখবর, শেয়ার বাজারে আসছে নতুন তিনটি আইপিও, জেনে নিন এক ঝলকে
পল্লবীর বাড়ি হাওড়ার রামরাজাতলায়। থাকতেন গড়ফার ফ্ল্যাটে। রবিবার সকালে গড়ফার এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর দেহ। এখানে বয়ফ্রেন্ড সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে লিভ ইন করতেন পল্লবী। অভিনেত্রীর পরিবারের দাবি, এদিন সকালে হাওড়ায় পল্লবীর মাকে ফোন করেন সাগ্নিক জানান পল্লবী অচৈতন্য হয়ে পড়েছেন ৷ ফ্ল্যাটের অন্য আবাসিকদের জানাতে বলেন পল্লবীর মা ৷ হাওড়া থেকে গড়ফার ফ্ল্যাটে অ্যাম্বুল্যান্স নিয়ে পৌঁছে যান পল্লবীর পরিজনরা ৷
গড়ফায় পল্লবীর ফ্ল্যাটে দু’টি ঘর। তাঁর পরিজনদের দাবি, সে সময় ঘরেই ছিলেন সাগ্নিক। পল্লবীর পরিবারের প্রশ্ন, কেন কিছুই টের পেলেন না সাগ্নিক ৷ সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন-শেষ হচ্ছে সৌরভের দাদাগিরি, ২০ মে ফাইনালে দাদার অতিথি অজয় দেবগন ও কাজল
পল্লবীর পরিবার দাবি করেছে, সাগ্নিক চক্রবর্তী বিবাহিত ৷ পল্লবীর এক বান্ধবীর সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল ৷ তা হলে কি সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যা করেন পল্লবী?
সোশ্যাল সাইটে অ্যাকটিভ ছিলেন পল্লবী। শনিবারও পাটুলিতে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেন। তারপর রবিবার সকালে দেহ উদ্ধার। ‘রেশম ঝাঁপি’, ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে অভিনয় করেছেন পল্লবী। মাত্র কয়েক বছরেই হয়ে ওঠে টেলি জগতের পরিচিত মুখ। তাঁরই মৃত্যু ঘিরে রহস্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pallavi dey