নয়াদিল্লি: শাহরুখ খানের 'পাঠান'-এর সাফল্য দেখে শুধু বলিউড নয়, পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রির সেলেবরাও প্রশংসা করেছেন। পাকিস্তানেও ঝড় তুলেছে পাঠান। ছবিটি পাকিস্তানি দর্শকদের পাশাপাশি পাকিস্তানি সেলিব্রিটিদের কাছ থেকেও ভালোবাসা পেয়েছে । এবার শাহরুখকে 'ইউনিভার্সাল সুপারস্টার' বলে আখ্যা দিলেন এক পাকিস্তানি অভিনেত্রী।
২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'পাঠান'। প্রথম দিন থেকেই এই ছবিটি বক্স অফিসে বিপুল অর্থ উপার্জন করে নতুন রেকর্ড তৈরি করেছে। এবার শাহরুখকে 'ইউনিভার্সাল সুপারস্টার' হিসাবে অভিহিত করলেন এক পাকিস্তানি অভিনেত্রী আনুশে আশরাফ। অভিনেত্রী বলেন, যে তিনি শাহরুখের ভক্ত। তবে কিং খানকে নিয়ে তাঁর এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বেশকিছু নেটিজেন।
আরও পড়ুন: সুন্দরবনে শ্যুটিং করতে গিয়ে চড় খেয়েছিলেন নোরা, পাল্টাও কষিয়েছিলেন থাপ্পড়! ভয়ঙ্কর সেই কাণ্ড শুনুন
মূলত শাহরুখের দৃষ্টি আকর্ষণ করতেই এমন কথা বলছেন অভিনেত্রী এমনই মনে করছেন নেটিজেনরা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে আনুশে আশরাফ লিখেছেন, "যারা তাকে অপছন্দ করেন এবং যত জন পাকিস্তানি মনে করেন যে আমাদের বলিউডের প্রচার করা উচিৎ নয় তাদের জন্য বলি শহরুখ আমার কাছে একজন 'ইউনিভার্সাল সুপারস্টার'। আর্টিস্ট হিসাবে আমি মনে করি যে আমাদের সীমানা ছাড়িয়ে মানুষের কাছে পৌঁছাতে হয়। বিশ্বের কাছে আমরা শুধুমাত্র মানুষ এবং এই মানুষটি( শহরুখ খান) আশ্চর্যজনক কাজ করেছেন। আমি সব সময়তেই শহরুখ খানকে ভালবাসি।"
অভিনেত্রী পোস্টটি শেয়ার করা মাত্রই তাঁর সমালোচনা করেছেন বহু নেটিজেন। কিন্তু পরে তাদেরকেও যোগ্য জবাব দিয়েছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shahrukh Khan