• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মুসলিম ভাবাবেগে আঘাত, পাকিস্তানে নিষিদ্ধ অনুষ্কার পরী !

মুসলিম ভাবাবেগে আঘাত, পাকিস্তানে নিষিদ্ধ অনুষ্কার পরী !

Film Stills

Film Stills

বক্স অফিসে মুক্তি পেয়েছ অনুষ্কা শর্মার নতুন ছবি পরী ! ইতিমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে এই ছবি ৷

 • Share this:

  #মুম্বই: বক্স অফিসে মুক্তি পেয়েছ অনুষ্কা শর্মার নতুন ছবি পরী ! ইতিমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে এই ছবি ৷ ছবি মুক্তির প্রথম দিনেই দর্শক থেকে সমালোচক পরী ও অনুষ্কার প্রশংসায় পঞ্চমুখ ! সঙ্গে বিরাট কোহলি একেবারেই হতবাক অনুষ্কাকে এরূপে দেখে! একদিকে ভারতে যখন ঝড় তুলছে অনুষ্কার পরী ৷ তখন পাকিস্তানে নিষিদ্ধ করা হল পরীকে !

  পাক সেন্সর বোর্ডের পক্ষ থেকে অভিযোগ, পরী ছবিতে কালা-জাদুর ব্যবহার দেখানো হয়েছে। সেই সঙ্গে ইসলাম বিরোধী কার্যকলাপ রয়েছে, যা মুসলিম ভাবাবেগে আঘাত করে। শুধু তাই নয়, ছবিতে অত্যন্ত আপত্তিকরভাবে মুসলিম ধর্মগ্রন্থ কোরানে উল্লিখিত শব্দের ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। আর সেই কারণেই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সেন্সর বোর্ড। পাক বোর্ড সূত্রে খবর, ছবিতে কালা-জাদুর ব্যবহার দেখানো হয়েছে যা ইসলাম বিরোধী।

  পাকিস্তানের সেন্সর বোর্ড থেকে জানানো হয়েছে, ছবির চিত্রনাট্য, সংলাপ ও কাহিনি সবই মুসলিম ন্যায়-নীতির বিরোধী। কারণ ‘পরী’র সঙ্গে এই ধর্মের ভাবাবেগ, চিন্তাধারা সবই বিপরীতধর্মী। তাই ‘পরী’ ছবিটি পাকিস্তানের সাধারণ মানুষকে ধর্মের বিরুদ্ধে চালনা করবে। কালা জাদুতে উদ্বুদ্ধ করবে। আর তেমনটা যাতে না হয়, সেই কারণেই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সিনেমা মহল।

  First published: