corona virus btn
corona virus btn
Loading

অসুস্থ বলিউড অভিনেত্রীকে হাসপাতালে ফেলে চম্পট দিল ছেলে !

অসুস্থ বলিউড অভিনেত্রীকে হাসপাতালে ফেলে চম্পট দিল ছেলে !

একসময় বলিউডে দাপিয়ে অভিনয় করেছিলেন অভিনেত্রী গীতা কাপুর ৷ ‘পাকিজা’ ছবিতে রাজকুমারের স্ত্রীয়ের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি ৷

  • Share this:

#মুম্বই: একসময় বলিউডে দাপিয়ে অভিনয় করেছিলেন অভিনেত্রী গীতা কাপুর ৷ ‘পাকিজা’ ছবিতে রাজকুমারের স্ত্রীয়ের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি ৷ আর আজ সেই অভিনেত্রীই সন্তানদের অবহেলায় হাসপাতালে পড়ে নিঃসঙ্গ ! বয়স্ক, অসুস্থ, দুর্বল অভিনেত্রীকে হাসপাতালে ফেলে চলে গেলেন তাঁর পেটের ছেলে !

সিনেমা নয়, বাস্তবেই এরকমটি ঘটল বর্ষীয়ান অভিনেত্রী গীতা কাপুরের সঙ্গে ৷ একমাত্র ছেলে রাজা কাপুর, তাঁকে হাসপাতালে ফেলে রেখে চম্পট দিলেন ৷ হাসপাতালের কর্তৃপক্ষের কথায়, ‘অভিনেত্রী গীতা কাপুরের ছেলে রাজা কাপুর রীতিমতো মিথ্যে কথা বলে ভর্তি করেন এই হাসপাতালে ৷ তারপর বহুদিন কেটে গেলেও মায়ের খোঁজ নিতে আসেননি ৷ তখন থেকেই সন্দেহ হয় ৷ খবর দেওয়া হয় গীতা কাপুরের মেয়েকেও, তাঁর দিক থেকেও কোনও সাড়া পাওয়া যায়নি ৷ ’

হাসাপাতাল কর্তৃপক্ষ জানান, ‘অভিনেত্রীর কাছ থেকেই সব জানতে পারি আমরা ৷ ছেলে রাজা কাপুর তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত ৷ শেষমেশ আর না পেরে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান ৷’

তবে এই অভিনেত্রীকে সাহায্যের জন্য এগিয়ে আসেন সিবিএফসি সদস্য অশোক পণ্ডিত ও প্রযোজক রমেশ তুরানি ৷ হাসাপাতালের লক্ষ টাকা বিলও মিটিয়ে দেন এরা দু’জন মিলে ৷ গীতা কাপুর আগের থেকে অনেক সুস্থ ৷ শুধু মন কষ্টে ভুগছেন ৷ বার বার মনে পড়ছে পেটের ছেলের কীর্তি !

First published: May 29, 2017, 7:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर