corona virus btn
corona virus btn
Loading

‘পদ্মাবতী’র মুক্তির বিরোধিতায় যোগী আদিত্যনাথ, কেন্দ্রকে পাঠালেন চিঠি!

‘পদ্মাবতী’র মুক্তির বিরোধিতায় যোগী আদিত্যনাথ, কেন্দ্রকে পাঠালেন চিঠি!

বনশালির পদ্মাবতী ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ করণি সেনার একের পর এক হুমকিতে রীতিমতো বিপাকে পড়েছেন সঞ্জয়লীলা বনশালি তথা গোটা পদ্মাবতী টিম

  • Share this:

#লখনউ: বনশালির পদ্মাবতী ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ করণি সেনার একের পর এক হুমকিতে রীতিমতো বিপাকে পড়েছেন সঞ্জয়লীলা বনশালি তথা গোটা পদ্মাবতী টিম ৷ এরই মাঝখানে এবার কেন্দ্র সরকারের কাছে পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে চিঠি পাঠাল উত্তরপ্রদেশের যোগী সরকার৷ যোগী সরকারের তরফ থেকে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রককে চিঠি লিখে জানানো হল, পদ্মাবতী ছবি মুক্তি পেলে অশান্ত হতে পারে গোটা উত্তরপ্রদেশ ৷ এমনকী, চিঠিতে রাজ্যের আইন শৃঙ্খলাও বিঘ্ন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে ৷

কেন্দ্রকে চিঠি দিয়ে যোগী সরকার জানিয়েছে, ‘৯ অক্টোবর ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেই রাজ্যের বেশ কিছু সংগঠন প্রতিবাদ মিছিল বের করেছিল ৷ আশঙ্কা করা হচ্ছে ছবির মুক্তির পর এই প্রতিবাদ আরও জোড়ালো হতে পারে৷ যা কিনা গোটা উত্তরপ্রদেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে পারে ৷ এই অবস্থায় সেন্সর বোর্ড যদি এই সব দিকের কথা মাথায় রেখে ছবির মুক্তি নিয়ে ভাবেন, তাহলে সম্প্রীতি বজায় থাকবে ৷ ’

অন্যদিকে, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে করণি সেনা প্রধান লোকেন্দ্র সিংয়ের মন্তব্য নিয়ে ফের যেন উত্তপ্ত হয়ে উঠল পদ্মাবতী বিতর্ক ৷ এদিন লোকেন্দ্র সিং স্পষ্টই জানিয়ে দিলেন, ‘পদ্মাবতী ছবি মুক্তি পেলে লক্ষ লক্ষ লোক প্রতিবাদে জমায়েত হবে ৷ ভেঙে দেওয়া হবে সিনেমা হল ৷ আর তাতেও যদি বনশালি এই ছবির মুক্তি না আটকায় তাহলে কেটে দেওয়া হবে দীপিকার নাক !’ এমনকী, ‘পদ্মাবতী’ ছবির মুক্তি হলে ভারত বনধেরও ডাক দিয়েছে করণি সেনা ৷

সাংবাদিক বৈঠকে করণি সেনা প্রধান লোকেন্দ্র সিং জানান, ‘বনশালির পদ্মাবতী ছবি মুক্তি পেলে গোটা ভারতে বনধ ডাকা হবে !’

তবে এই প্রথম নয়, পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে করণি সেনা ও বিজেপির বিক্ষোভ চলছেই। এর মধ্যেই বলিউড তারকারা একে এসে পাশে দাঁড়াচ্ছেন সঞ্জয় লীলা বনশালীর পাশে। এবার সুশান্ত সিং রাজপুত ও সিদ্ধার্থ মালহোত্রা ছবির হয়ে সওয়াল করলেন। তাঁরা জানালেন ছবি নিয়ে অযথা বিতর্ক হচ্ছে এটা পরিচালকের ক্ষেত্রে অনেকটাই স্বস্তির বিষয়। তবে আপাতত দীপিকা থেকে সঞ্জয় তাকিয়ে আছেন পয়লা ডিসেম্বরের দিকে। যেদিন মুক্তি পাওয়ার কথা পদ্মাবতীর।

এখনও মুক্তির কোনও সবুজ সংকেত নেই। বরং উত্তর উত্তর বেড়েই চলেছে করণি সেনার প্রতিবাদ। ছবি মুক্তি যাতে না পায়, তা নিয়ে এককাট্টা তাঁরা। এই বিতর্কের মধ্যেই ধীরে ধীরে বলিউড তারকারা পাশে দাঁড়াচ্ছেন সঞ্জয় লীলা বনশালীর। এবার ছবির সমর্থনে মুখ খুললেন সুশান্ত সিং রাজপুত। পদ্মাবতী নিয়ে সওয়ার কললেন সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি জানলেন ছবি নিয়ে অযথা বিতর্ক হচ্ছে।

প্রতিবাদের মাঝেই বলিউড ধীরে ধীরে পদ্মবতীর হয়ে কথা বলছে। এটা পরিচালকের ক্ষেত্রে অনেকটাই স্বস্তির বিষয়। তবে আপাতত দীপিকা থেকে সঞ্জয় তাকিয়ে আছেন পয়লা ডিসেম্বরের দিকে। যেদিন মুক্তি পাওয়ার কথা পদ্মাবতীর।

First published: November 16, 2017, 6:28 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर